বুটুলের ছোট মামা
বুটুলের ছোট মামা
লিকলিকে বয়।
কারণে অকারণে
কথা বেশি কয়।
সারাদিন ঘুরে ফিরে
দেয় শুধু আড্ডা।
কারণে অকারণে যায়
ঢাকা বাড্ডা।
কথা কম কাজ বেশি
নেই তাঁর ধর্মে।
লিকলিকে শরীরে দেয়
ফাঁকি কর্মে।
দুষ্টের শিরোমণি
লংকার রাজা।
সুযোগ পেলে খায়
সে ইলিশ ভাঁজা।
লিকলিকে বয়।
কারণে অকারণে
কথা বেশি কয়।
সারাদিন ঘুরে ফিরে
দেয় শুধু আড্ডা।
কারণে অকারণে যায়
ঢাকা বাড্ডা।
কথা কম কাজ বেশি
নেই তাঁর ধর্মে।
লিকলিকে শরীরে দেয়
ফাঁকি কর্মে।
দুষ্টের শিরোমণি
লংকার রাজা।
সুযোগ পেলে খায়
সে ইলিশ ভাঁজা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/১২/২০২০অসাধারণ হয়েছে
-
Md. Jahangir Hossain ০৯/১২/২০২০ভালো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/১২/২০২০সুন্দর লিখছেন, ভাই ধন্যবাদ।