নাজি নুসি
নাজি নুসি দুই বোন
তাদের আছে বিশেষ গুন।
নাজির গায়ের সাদা রং
নুসি করে বেশি ডং।
নাজি হলো নরম শরম
নুসি হলো গরম চরম।
নাজি হলো বড় গলা
নুসি হলো গাল ফুলা।
নাজি যায় হাইস্কুলে
নুসি খেলে ঘাস কুলে।
নাজি হলো বেড়বেড়া
নুসি হলো ঝরঝরা।
নাজি চলে আস্ত ধীরে
নুসি চলে লোকের ভীড়ে।
নাজি ডরে মানুষ বেশি
নুসি দেয় গলা কাশী।
নাজি করে রান্না
নুসি করে কান্না ।
তাদের আছে বিশেষ গুন।
নাজির গায়ের সাদা রং
নুসি করে বেশি ডং।
নাজি হলো নরম শরম
নুসি হলো গরম চরম।
নাজি হলো বড় গলা
নুসি হলো গাল ফুলা।
নাজি যায় হাইস্কুলে
নুসি খেলে ঘাস কুলে।
নাজি হলো বেড়বেড়া
নুসি হলো ঝরঝরা।
নাজি চলে আস্ত ধীরে
নুসি চলে লোকের ভীড়ে।
নাজি ডরে মানুষ বেশি
নুসি দেয় গলা কাশী।
নাজি করে রান্না
নুসি করে কান্না ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৯/২০২০সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৯/২০২০Very nice
-
ফয়জুল মহী ০৫/০৯/২০২০Very good
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৯/২০২০sounds good