ছোট্ট পাখি চুড়ই পাখি
চুড়ই পাখি, চুড়ই পাখি
কোথায় তুমি যাও।
গাছে গাছে,ঘাসে ঘাসে
ফঁড়িং ধরে খাও।
তিড়িং বিড়িং,নেচেঁ নেচেঁ
আকাশ পানে উড়ো।
মগ ডালে বসে তুমি
আপন নীড় গড়ো।
ঝুলে যাওয়া নীড় তোমার
স্বপ্ন সুখের বাস।
ইচ্ছে যখন ফড়িং খেতে
চিমটি কেট ঘাস।
উড়ো তুমি ঢালে ঢালে
নেচ তুমি তালে তালে।
তোমার নাকি ঠোঁট কালো
তোমার নাচ লাগে ভালো।
ছোট্ট পাখি, চুড়ই পাখি
তোমার নাচে, ভরে আঁখি।-------
কোথায় তুমি যাও।
গাছে গাছে,ঘাসে ঘাসে
ফঁড়িং ধরে খাও।
তিড়িং বিড়িং,নেচেঁ নেচেঁ
আকাশ পানে উড়ো।
মগ ডালে বসে তুমি
আপন নীড় গড়ো।
ঝুলে যাওয়া নীড় তোমার
স্বপ্ন সুখের বাস।
ইচ্ছে যখন ফড়িং খেতে
চিমটি কেট ঘাস।
উড়ো তুমি ঢালে ঢালে
নেচ তুমি তালে তালে।
তোমার নাকি ঠোঁট কালো
তোমার নাচ লাগে ভালো।
ছোট্ট পাখি, চুড়ই পাখি
তোমার নাচে, ভরে আঁখি।-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌমেন সেন ১১/০৩/২০১৮
-
কামরুজ্জামান সাদ ১৩/০২/২০১৮শিশুতোষ
-
কষ্টের ফেরিওলা ১২/০২/২০১৮বাহ সুন্দর তো, ছোটদের কবিতা।
-
মোঃ ফাহাদ আলী ০৮/০২/২০১৮মিষ্টি বেলা দারুন খেলা। শুভকামনা রইল প্রিয় কবি।
-
রা-ফা ০৮/০২/২০১৮অতি সুন্দর
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/০২/২০১৮সুন্দর কবিতা
-
রা-ফা ০৮/০২/২০১৮সুন্দর
পাঠে মুগ্ধ হলাম।
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল অনাগত আগামীর।আমার ক্ষুদ্র পাতায় ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়।