শিয়াল মামার বাড়ি
শিয়াল মামা শিয়াল মামা
কোথায় তুমি থাকো।
দেখলে কেন মানুষ তুমি
আপন মনে ভাগো?
তুমি নাকি বড্ড পাঁজি
ভীষণ রকম চালাক।
তোমার দুঃখে দিচ্ছে মানুষ
হাঁস মুরোগে তালাক।
একটু থাম,একটু হাঁট
সুযোগ পেলে ধর।
হাঁস মুরোগ খেতে নাকি
কুকুরের সাথে লড়।
শিয়াল মামা শিয়াল মামা
কোথায় তোমার বাস।
একটু দাঁড়া,বলছি তোকে
খাচ্ছি এখন হাঁস।
হাঁস খাও আর বাস খাও
বল তোমার বাড়ি।
আর না হয় তোমার সাথে
দেব কঠিন আড়ি।-----'
কোথায় তুমি থাকো।
দেখলে কেন মানুষ তুমি
আপন মনে ভাগো?
তুমি নাকি বড্ড পাঁজি
ভীষণ রকম চালাক।
তোমার দুঃখে দিচ্ছে মানুষ
হাঁস মুরোগে তালাক।
একটু থাম,একটু হাঁট
সুযোগ পেলে ধর।
হাঁস মুরোগ খেতে নাকি
কুকুরের সাথে লড়।
শিয়াল মামা শিয়াল মামা
কোথায় তোমার বাস।
একটু দাঁড়া,বলছি তোকে
খাচ্ছি এখন হাঁস।
হাঁস খাও আর বাস খাও
বল তোমার বাড়ি।
আর না হয় তোমার সাথে
দেব কঠিন আড়ি।-----'
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর কাইজার ১০/০২/২০১৮অনেক সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০২/২০১৮ছড়ার দিক সুন্দর। কিন্তু বন্ধু, ছন্দের দিকে আরেকটু খেয়াল রাখতে হবে।
-
মোঃ ফাহাদ আলী ০৭/০২/২০১৮ভালো লাগলো কবি।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৭/০২/২০১৮Nice.!!