ভূতের রং কালো
মড় মড়িয়ে ভুত হাঁটছে
গাছের ডালে অই।
ভূত হাটছে,ভূত হাঁটছে
ভূতের বাড়ি কই।
একটু থামে,একটু হাঁটে
মড় মড়িয়ে ঢাল।
রাত দুপুরে শুয়ে থাকে
জড়িয়ে গায়ে শাল।
গাছে গাছে বেড়ায় ঘুরে
গাছেই নাকি বাড়ি।
খিদে পেলে ভাত খায়
ভেঙে সকল হাড়ি।
ভূত নাকি হয় লম্বাটে
ভূতের রং কালো।
ভূত নাকি ভয় পায়
সকল প্রকার আলো।---------
গাছের ডালে অই।
ভূত হাটছে,ভূত হাঁটছে
ভূতের বাড়ি কই।
একটু থামে,একটু হাঁটে
মড় মড়িয়ে ঢাল।
রাত দুপুরে শুয়ে থাকে
জড়িয়ে গায়ে শাল।
গাছে গাছে বেড়ায় ঘুরে
গাছেই নাকি বাড়ি।
খিদে পেলে ভাত খায়
ভেঙে সকল হাড়ি।
ভূত নাকি হয় লম্বাটে
ভূতের রং কালো।
ভূত নাকি ভয় পায়
সকল প্রকার আলো।---------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ০৩/০২/২০১৮ভূতের ছড়া ভূতময়। শুভকামনা রইল প্রিয় কবি।
-
Tanju H ০৩/০২/২০১৮চমৎকার
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ০৩/০২/২০১৮হা হা
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৩/০২/২০১৮সুন্দর কবিতা