গরিবের কষ্ট
শীতে কাঁপছে দেশ
কেমনে থাকি বেশ।
গরিবের নাই কাঁথা
লাগছে মনে ব্যথা।
ব্যথায় নষ্ট মন
কামনা করি ধন।
ধনের পিছু পড়ে
যাচ্ছি জীবন লড়ে।
জীবন নিয়ে খেলে
আঁখি দুটো খোলে।
দেখি না গরিবের কষ্ট
টাকার লোভে পথ ভ্রষ্ট।
টাকা নয় সব কিচ্ছু
টাকায় দেয় জন্ম বিচ্ছু।
টাকার মাঝে মগ্ন
টাকাই আমার স্বপ্ন।
টাকার জন্য দিয়েছি সব ঢাকা
মানবতার ইতিহাসে জীবনটা ফাঁকা।
টাকাই জীবন টাকাই মরণ
টাকায় পাল্টায় জীবন ধরণ।
বিবেক হোক দারিদ্র্যের শক্তি
টাকায় আসুক সেই মুক্তি--------'
কেমনে থাকি বেশ।
গরিবের নাই কাঁথা
লাগছে মনে ব্যথা।
ব্যথায় নষ্ট মন
কামনা করি ধন।
ধনের পিছু পড়ে
যাচ্ছি জীবন লড়ে।
জীবন নিয়ে খেলে
আঁখি দুটো খোলে।
দেখি না গরিবের কষ্ট
টাকার লোভে পথ ভ্রষ্ট।
টাকা নয় সব কিচ্ছু
টাকায় দেয় জন্ম বিচ্ছু।
টাকার মাঝে মগ্ন
টাকাই আমার স্বপ্ন।
টাকার জন্য দিয়েছি সব ঢাকা
মানবতার ইতিহাসে জীবনটা ফাঁকা।
টাকাই জীবন টাকাই মরণ
টাকায় পাল্টায় জীবন ধরণ।
বিবেক হোক দারিদ্র্যের শক্তি
টাকায় আসুক সেই মুক্তি--------'
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০২/০২/২০১৮অসাধারণ হয়েছে।বাস্তবতার চরম বহিঃপ্রকাশ।
-
পি পি আলী আকবর ০২/০২/২০১৮দারুন
-
কাজী জুবেরী মোস্তাক ৩১/০১/২০১৮মুগ্ধতা রেখে গেলাম
-
মোঃ ফাহাদ আলী ৩১/০১/২০১৮আরো ভালো চাই। শুভকামনা রইল প্রিয় কবি।
-
মোঃ নাজমুল হাসান ৩১/০১/২০১৮সুন্দর...।
-
গালিব আফসারী ৩১/০১/২০১৮ভালোলাগা রেখে গেলাম।
-
Nilsagor ৩০/০১/২০১৮চমতকার