বাঁশ
যখন খাইবায় বাঁশ
পড়বে তোমার লাশ।
যাইবে তোমার নাচ
পড়বে গলায় গাছ----
গাছে হাজার পাতা
লাগবে গায়ে ব্যথা।
ব্যথার নাই কোন জবাব
পাল্টে যাবে চরিত্রের স্বভাব------
পড়বে তোমার লাশ।
যাইবে তোমার নাচ
পড়বে গলায় গাছ----
গাছে হাজার পাতা
লাগবে গায়ে ব্যথা।
ব্যথার নাই কোন জবাব
পাল্টে যাবে চরিত্রের স্বভাব------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৭/০২/২০১৮বাঁশ বানানটা একটু সংশোধন করবেন,প্রিয় কবি।অনেক সুন্দর হয়েছে কবিতাটা।শুভকামনা রইল।।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৩/০২/২০১৮সুন্দর হয়েছে।
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮বেশ ......
-
কাজী জুবেরী মোস্তাক ১৮/০১/২০১৮বাহ
-
ফয়সাল রহমান ১৮/০১/২০১৮বেশ তো