গুচ্ছ ছড়া
(এক)
আমের পাতা জামের পাতা
ডোবায় গজায় ব্যাঙের ছাতা ।
ব্যাঙের ছাতায় হাজার তালি
যাচ্ছে ব্যাঙ পটুয়াখালী ।
(দুই)
জিঙে ফুল ভিঙে নাচে
পাখি ডাকে শিমুল গাছে।
নতুন পাতা পাকায় গোল
হাওয়ায় উড়ে শিমুল ফুল ।
(তিন)
তুমি আছ রঙ্গে
আমি নাই ডঙ্গে।
ধরে টুট ডঙ্গে
স্বার্থের সঙ্গে ।
(চার)
কমলা লেবুর পাতা
ইদ্রিস আলীর ছাতা।
ছাতায় লম্বা লাঠি
আমরা হক্কল সিলটী- ---''''
আমের পাতা জামের পাতা
ডোবায় গজায় ব্যাঙের ছাতা ।
ব্যাঙের ছাতায় হাজার তালি
যাচ্ছে ব্যাঙ পটুয়াখালী ।
(দুই)
জিঙে ফুল ভিঙে নাচে
পাখি ডাকে শিমুল গাছে।
নতুন পাতা পাকায় গোল
হাওয়ায় উড়ে শিমুল ফুল ।
(তিন)
তুমি আছ রঙ্গে
আমি নাই ডঙ্গে।
ধরে টুট ডঙ্গে
স্বার্থের সঙ্গে ।
(চার)
কমলা লেবুর পাতা
ইদ্রিস আলীর ছাতা।
ছাতায় লম্বা লাঠি
আমরা হক্কল সিলটী- ---''''
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/১২/২০১৭ঠিক বলেছেন, আমিও সিলেটী।
-
মাহিদ সিদ্দিকী আলিফ ১২/১২/২০১৭শুভেচ্ছা রইল!
-
ন্যান্সি দেওয়ান ১২/১২/২০১৭Good...
-
রইস উদ্দিন খান আকাশ ১২/১২/২০১৭বেশ মজার
-
সুজয় সরকার ১২/১২/২০১৭ভাব ভালো কিন্তু ছন্দ সব জায়গায় যথাযথ হল না
-
তরীকুল ইসলাম সৈকত ১২/১২/২০১৭বাহ! দারুন!!!