বাংলার মাটি
বাংলার মাটি,দুর্জয় ঘাঁটি
নিয়ে লাঠি,চল হাঁটি।
করিব পাঠি,তুলিব লাঠি
দুর্নীতি মুক্ত দেশের মাটি ।
বাংলা আমার,বাংলা তোমার
বাংলা হল সবার ।
দেশের জন্য দিয়েছে প্রাণ
সোনার ছেলে জব্বার ।
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার ভাষা।
বাংলাদেশের মানুষ মোরা
কৃষক,শ্রমিক চাষা।
গানের দেশ,প্রাণের দেশ
বাংলা হলো বেশ।
বাংলাকে নিয়ে গর্ব করে
কাটাই দুঃখের রেশ।
নিত্য নতুন শপথ হোক
দুর্নীতি মুক্ত দেশ।
দেশের তরে জীবন দিলে
হবে না তুমি শেষ।
নিয়ে লাঠি,চল হাঁটি।
করিব পাঠি,তুলিব লাঠি
দুর্নীতি মুক্ত দেশের মাটি ।
বাংলা আমার,বাংলা তোমার
বাংলা হল সবার ।
দেশের জন্য দিয়েছে প্রাণ
সোনার ছেলে জব্বার ।
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার ভাষা।
বাংলাদেশের মানুষ মোরা
কৃষক,শ্রমিক চাষা।
গানের দেশ,প্রাণের দেশ
বাংলা হলো বেশ।
বাংলাকে নিয়ে গর্ব করে
কাটাই দুঃখের রেশ।
নিত্য নতুন শপথ হোক
দুর্নীতি মুক্ত দেশ।
দেশের তরে জীবন দিলে
হবে না তুমি শেষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সংকেত ০৯/১২/২০১৭পড়ে বেশ ভালো লাগল
-
পবিত্র রায় ০৯/১২/২০১৭ভাল
-
কামরুজ্জামান সাদ ০৯/১২/২০১৭ভাল তো।
-
মনোবর ০৮/১২/২০১৭চলবে!
-
সুজয় সরকার ০৮/১২/২০১৭বাংলাভাষা আমার প্রাণ
-
কাজী জুবেরী মোস্তাক ০৮/১২/২০১৭খুব সুন্দর শব্দচয়ন খুব ভালো লাগলো