আহমেদ ময়েজ
বিলেতের কবি
আহমেদ ময়েজ ।
কবিতার মাঝে
হাজার ফয়েজ ।
কবিতা লিখেন
মনের টানে ।
আন মনে
হাজার গানে
কবিতায় তুলেন
সামাজিক চিত্র ।
গজায় হাজার
শক্র- মিত্র ।
শক্র- মিত্রে
পাল্লা ভারী ।
চাল চলনে
কমা- দাড়ি।
শখের খাবার
ইলশে গুঁড়ি ।
কবিতায় টানেন
নাড়ী- ভুরি ।
সাদা কালো চুলে
টেমসের কূলে ।
সুরমা পত্রিকায় বসে
কবিদের দেশে।
লিখনির মাঝে
সামাজিক কাজে ।
ব্যস্ত প্রতিদিন
সপ্তাহের সাতদিন ।
আহমেদ ময়েজ ।
কবিতার মাঝে
হাজার ফয়েজ ।
কবিতা লিখেন
মনের টানে ।
আন মনে
হাজার গানে
কবিতায় তুলেন
সামাজিক চিত্র ।
গজায় হাজার
শক্র- মিত্র ।
শক্র- মিত্রে
পাল্লা ভারী ।
চাল চলনে
কমা- দাড়ি।
শখের খাবার
ইলশে গুঁড়ি ।
কবিতায় টানেন
নাড়ী- ভুরি ।
সাদা কালো চুলে
টেমসের কূলে ।
সুরমা পত্রিকায় বসে
কবিদের দেশে।
লিখনির মাঝে
সামাজিক কাজে ।
ব্যস্ত প্রতিদিন
সপ্তাহের সাতদিন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ৩০/১১/২০১৭সুন্দর লিখা, ধন্যবাদ
-
সুজয় সরকার ৩০/১১/২০১৭বেশ
-
আলম সারওয়ার ২৯/১১/২০১৭সবাইকে শুভেচ্ছা জানিয়ে