হতে চাই বড়
যাব না মাঠে খেলতে
যাব বই পড়তে।
বই আমি পড়ব
ইস্কুলেতে যাইব।
লেখা পড়া করে আমি
হতে চাই বড়।
বড় জীবন গড়তে
যতই আসুক ঝড়।
ঝড়ের বেগে চলব
ধন্য জীবন গড়ব।
জীবন হবে ধন্য
আমি হব গণ্য।
ধন্য আমার মাতা, পিতা
ধন্য আমার দেশ।
এ দেশেতে করবো বাস
থাকবো ভালোই বেশ। --------------
যাব বই পড়তে।
বই আমি পড়ব
ইস্কুলেতে যাইব।
লেখা পড়া করে আমি
হতে চাই বড়।
বড় জীবন গড়তে
যতই আসুক ঝড়।
ঝড়ের বেগে চলব
ধন্য জীবন গড়ব।
জীবন হবে ধন্য
আমি হব গণ্য।
ধন্য আমার মাতা, পিতা
ধন্য আমার দেশ।
এ দেশেতে করবো বাস
থাকবো ভালোই বেশ। --------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭অনেক সুন্দর ভাবনায় পরিপাটি লিখা।
-
Tanju H ০২/০৬/২০১৭ধন্য হওক আপনার মা-পিতা,,,,,,,সুন্দর ছড়া।শুভেচ্ছা রইল.
-
পরশ ০২/০৬/২০১৭হুম্ম
-
ফাহিম খান ০২/০৬/২০১৭ছড়া নাকি?
-
রইস উদ্দিন খান আকাশ ০২/০৬/২০১৭এটা কি ছড়া
-
নাবিক ০২/০৬/২০১৭বেশ বেশ 👏👏👏👏
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৬/২০১৭ভালো স্বপ্ন।
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ০২/০৬/২০১৭খুব সুন্দর ভাবনা।তবে "ধন্য আমার 'মাথা',পিতা" নয়!ধন্য আমার মাতা পিতা!