কবি নজরুল
আর আসিবে না ফিরে
জন -মানবের ভীড়ে ।
বিদ্রোহী বেশে
কবিতার দেশে ।
ধরিবে না কলম
শোষকের মলম ।
জাগিবে না প্রাণ
গাহিবে না গান।
কে আছ জোয়ান
হও আগোয়ান।
তুমি কবি নজরুল
শিখিয়াছ ধরা ভূল।
জাগিয়াছ বিদ্রোহ চেতনা
শিখিয়াছ মোকাবেলা
অপবাদ ফেতনা।
তোমাকে মানব কূল
করিবে স্মরণ আমরণ
যদি না হয় মোর ভুল ।------------
জন -মানবের ভীড়ে ।
বিদ্রোহী বেশে
কবিতার দেশে ।
ধরিবে না কলম
শোষকের মলম ।
জাগিবে না প্রাণ
গাহিবে না গান।
কে আছ জোয়ান
হও আগোয়ান।
তুমি কবি নজরুল
শিখিয়াছ ধরা ভূল।
জাগিয়াছ বিদ্রোহ চেতনা
শিখিয়াছ মোকাবেলা
অপবাদ ফেতনা।
তোমাকে মানব কূল
করিবে স্মরণ আমরণ
যদি না হয় মোর ভুল ।------------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৫/০৬/২০১৭বেশ্
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৫/২০১৭কবিপ্রেম সার্থক হোক।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৫/২০১৭ভালো শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ৩০/০৫/২০১৭খুব ভাল
-
আব্দুল হক ৩০/০৫/২০১৭সুন্দর লিখা ,
-
আলম সারওয়ার ২৯/০৫/২০১৭কবি স্মরণে