বৈশাখী ঝড়
বৈশাখ মাসে আসে
ছোট বড় ঝড়।
ঝড়ের হাওয়ায় ভাংগে
গাছ আর ঘর।
চারদিকে তৈ তৈ
পানি আর মাছ।
নদীর ঢেউ ভাঙে
মাটি আর গাছ।
জেলেদের হৈচৈ
ঘরে ঘরে ছিড়ে খই।
বৈশাখে পাকে আম
কৃষকের বিধি বাম।
সবে মিলি তাস খেলা
উঠুনে আমের মেলা।
আম গাছে বক ছানা
আম খেতে নেই মানা। -----+----++++++++++++
ছোট বড় ঝড়।
ঝড়ের হাওয়ায় ভাংগে
গাছ আর ঘর।
চারদিকে তৈ তৈ
পানি আর মাছ।
নদীর ঢেউ ভাঙে
মাটি আর গাছ।
জেলেদের হৈচৈ
ঘরে ঘরে ছিড়ে খই।
বৈশাখে পাকে আম
কৃষকের বিধি বাম।
সবে মিলি তাস খেলা
উঠুনে আমের মেলা।
আম গাছে বক ছানা
আম খেতে নেই মানা। -----+----++++++++++++
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২১/০৫/২০১৭খুব সুন্দর লেখা।