ধনপুর
---------ধনপুর ----------
আমাদের বড় গ্রামে আছে
ছোট বড় বাড়ী।
গ্রামের বড় রাস্তায় রাতদিন
চলে অনেক গাড়ী।
দশ পাড়ায় গ্রামটা
মসজিদ আছে দুইটা।
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে
বড় ভাগা নদীটা।
নদীর কুলে আছে
আদা, পাকা বাড়ি।
পাড়ার সবাই মিলে
করি জড়া জড়ি।
গ্রামের সবাই মোরা
কত যে আপন।
এক সাথে চলি
ভাই, বন্ধু, স্বজন।
বড় ভাংগার তীরেআছে
বড় হাসপাতাল।
আমাদের বড় গ্রামে
নেই কোন মাতাল।
আমাদের বড় গ্রামে
আছে পাঠশালা।
গ্রামের ছোট বড় সবে
মিলে পড়া আর খেলা।
গ্রামের চারিদিকে
সূর্য দেয় আলো।
গ্রামের সবাই মোরা
আছি বেশ ভালো। -
আমাদের বড় গ্রামটা
ধনপুর নামটা। ------------------.
আমাদের বড় গ্রামে আছে
ছোট বড় বাড়ী।
গ্রামের বড় রাস্তায় রাতদিন
চলে অনেক গাড়ী।
দশ পাড়ায় গ্রামটা
মসজিদ আছে দুইটা।
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে
বড় ভাগা নদীটা।
নদীর কুলে আছে
আদা, পাকা বাড়ি।
পাড়ার সবাই মিলে
করি জড়া জড়ি।
গ্রামের সবাই মোরা
কত যে আপন।
এক সাথে চলি
ভাই, বন্ধু, স্বজন।
বড় ভাংগার তীরেআছে
বড় হাসপাতাল।
আমাদের বড় গ্রামে
নেই কোন মাতাল।
আমাদের বড় গ্রামে
আছে পাঠশালা।
গ্রামের ছোট বড় সবে
মিলে পড়া আর খেলা।
গ্রামের চারিদিকে
সূর্য দেয় আলো।
গ্রামের সবাই মোরা
আছি বেশ ভালো। -
আমাদের বড় গ্রামটা
ধনপুর নামটা। ------------------.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুবেল চন্দ্র দাস ২০/০৫/২০১৭Ki eta chora?
-
সাঁঝের তারা ২০/০৫/২০১৭অনেক ভাল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৫/২০১৭ধনপুরের কথা ভালো লাগল।
-
আলম সারওয়ার ২০/০৫/২০১৭ধন্যবাদ আপনাকে ভাই
-
মধু মঙ্গল সিনহা ২০/০৫/২০১৭খুব সুন্দর কবিতা।