সূর্যি মামা
রাত পোহালে সূর্যি মামা
পূর্বাকাশে উঠে।
দিনের শেষে আলো নিয়ে
পশ্চিমাকাশে ঠুঁটে।
সূর্যি মামার আলোর তাপে
চলে দিনের কাজ।
দিনের আলোয় সেজে তাকে
লাজুক টিয়া লাজ।
দিনের আলোয় চলে খেলা
দিনের শেষে গড়ায় বেলা।
সূর্যি মামার আলোর খেলায়।
ব্যস্ত সবাই দিনের বেলায়।
অন্ধকারে আলোর তাপে
উজ্জ্বল তাকে গুহা- হেরা।
সূর্যি মামার দিনের আলো
সকল আলোর সেরা।
---------------------------------------------------লন্ডন
-------+++++/////////++++++++++
পূর্বাকাশে উঠে।
দিনের শেষে আলো নিয়ে
পশ্চিমাকাশে ঠুঁটে।
সূর্যি মামার আলোর তাপে
চলে দিনের কাজ।
দিনের আলোয় সেজে তাকে
লাজুক টিয়া লাজ।
দিনের আলোয় চলে খেলা
দিনের শেষে গড়ায় বেলা।
সূর্যি মামার আলোর খেলায়।
ব্যস্ত সবাই দিনের বেলায়।
অন্ধকারে আলোর তাপে
উজ্জ্বল তাকে গুহা- হেরা।
সূর্যি মামার দিনের আলো
সকল আলোর সেরা।
---------------------------------------------------লন্ডন
-------+++++/////////++++++++++
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৯/০৫/২০১৭ভাল লাগা রেখে গেলাম
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৫/২০১৭সুন্দর। শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৫/২০১৭ভালো হয়েছে।
-
আলম সারওয়ার ১৮/০৫/২০১৭সবাইকে শুভেচ্ছা