রুপসী
---''' রুপসী- -''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''
কলশি কাঁধে রুপসী হাটে
জল আনতে পুকুর ঘাটে ।
দুষ্ট ছেলে বাজায় বাঁশি
রুপসী মারে চুটকি কাশি ।
দুষ্ট ছেলে এগিয়ে চলে
রুপসীর মনে অগ্নি জ্বলে।
জ্বলমল প্রেমের প্রদীপ বাতি
নাচে হৃদয় মিলছে সাথী ।
চাঁদের আলোয় সাক্ষী শপথ
দুজন মিলে রাখবো ব্রত ।
যুগল জীবন বাঁধবো মোরা
সকল কিছুর উর্দ সেরা ।===%%%%%%%%%%
''''''''''''''''''''''''''''''''
কলশি কাঁধে রুপসী হাটে
জল আনতে পুকুর ঘাটে ।
দুষ্ট ছেলে বাজায় বাঁশি
রুপসী মারে চুটকি কাশি ।
দুষ্ট ছেলে এগিয়ে চলে
রুপসীর মনে অগ্নি জ্বলে।
জ্বলমল প্রেমের প্রদীপ বাতি
নাচে হৃদয় মিলছে সাথী ।
চাঁদের আলোয় সাক্ষী শপথ
দুজন মিলে রাখবো ব্রত ।
যুগল জীবন বাঁধবো মোরা
সকল কিছুর উর্দ সেরা ।===%%%%%%%%%%
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ১৭/০৫/২০১৭মনে প্রেমের ভাব জমেছে-রূপসীর রূপ হৃদয়ে দাগ কেটেছে। কবি শুভচ্ছা রইল।
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৫/২০১৭ভালো কামনা।
-
তুষার রায় ১৭/০৫/২০১৭সুন্দর ছন্দ। শুভ কামনা কবি
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৫/২০১৭ছন্দের প্রতি খেয়াল রাখুন।