ভাবনা পাখি
হঠাৎ করে ভাবনা পাখি মাথায় দিল নড়া,
গল্প গুজব করিস কেন লিখবিনা তুই ছড়া?
ঐযে বাসা গাছের চুড়ায় নিজ হাতে ভাই গড়া, তাকে নিয়ে লিখতে পার দুলকি চালের ছড়া।
নেই কলমে শক্তি আমার নেই যে আমার ছন্দ,
কলম এখন বন্ধ আমার দিসনা গালি মন্দ।
না লিখে তুই স্বপ্ন দেখিস আসবে সেদিন কবে?
সব অজুহাত বন্ধ করে লিখতে তোমার হবে।
গল্প গুজব করিস কেন লিখবিনা তুই ছড়া?
ঐযে বাসা গাছের চুড়ায় নিজ হাতে ভাই গড়া, তাকে নিয়ে লিখতে পার দুলকি চালের ছড়া।
নেই কলমে শক্তি আমার নেই যে আমার ছন্দ,
কলম এখন বন্ধ আমার দিসনা গালি মন্দ।
না লিখে তুই স্বপ্ন দেখিস আসবে সেদিন কবে?
সব অজুহাত বন্ধ করে লিখতে তোমার হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০৩/০৮/২০১৪সুন্দর লেখা।
-
মল্লিকা রায় ০৩/০৮/২০১৪এত সুন্দর ছন্দ থাকতেও ছন্দহীন কেমন করে বলি--খুব তো মজা পেলাম।শুভেচ্ছাও দিলাম।
-
সুরজিৎ সী ০৩/০৮/২০১৪সুন্দর লেখা।
-
রামবল্লভ দাস ০৩/০৮/২০১৪ভালো লাগলো ।