www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিক্ষীত ক্ষমা

-আচ্ছা এই জ্বর নিয়ে কে বলেছে আসতে?
-তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল।
-আমাকে বলতে, আমি চলে আসতাম তোমার কাছে।
-আমি চাইছিলাম ঘুমিয়ে থাকা তোমাকে দেখতে।
-দেখেছো?
-হুম। নিষ্পাপ একটি ছবি। এই প্রতিমূর্তি দ্বিতীয় টি নেই জগতে।
-ইস। জ্বরের তাপে ভালোই প্রলাপ বকছো।
-প্রলাপ গুলো মিথ্যে ত নয়।
-কচু।
-আমার খুব প্রিয়। একদিন রান্না করতো।
-এই দেখ কাপছো তুমি, বিছানায় শুয়ে পড়ো আর চাদরটা রাখো পাশে আমি কাথা দিচ্ছি।
-নাহ লাগবেনা।
-আরে তোমার জ্বর। এভাবে থাকলে আরো খারাপ অবস্থা হবে ঠান্ডায়!
-হোক, তুমি পাশে বসে থেকে আমার হাতটি ধরে থাকো শুধু।
তরু চুপচাপ আমার হাত ধরে বসে থাকল। কিছুক্ষণ পর বলল,

-আচ্ছা আমি যদি হারিয়ে যাই?
-হারালেও আমার মাঝেই হারাবে।
-আর কখনো না আসি যদি?
-আমার মন ঠিকই নিয়ে আসবে তোমাকে।
-কেন এমন করে নিজেকে কষ্ট দিচ্ছ অভি?
-কষ্টে যে তুমি মিশে আছো। সুখের আলিঙ্গনে তুমি হারিয়ে যাবে, আমি জানি।
-আজো ঔষধ গুলো টয়লেটে ফেলে দিয়েছো, না?
-ওগুলো খেলে তোমায় দেখতে পেতাম না।
-আমি অতীত অভি।
-এখন বর্তমান আমার।
-এটা নেহায়েত পাগলামি অভি।
-শুনেছি তুমি পাগল ভালোবাসো? আমার চেয়ে বড় পাগল কোথায় পাবে?

তরু উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। আবার আমার দিকে ফিরে দাড়ালো।
-ভোর হচ্ছে অভি।
-সেতো প্রতিদিন হয়, আবার আধাঁর নামে। রাতের সময়টুকু পার হওয়ার অপেক্ষায় থাকি।
-এই অপেক্ষা তোমায় পিছিয়ে দিয়েছে জীবন থেকে।
-যে জীবনে তুমি নেই সেটা কোন জীবন?
-তারপরও ....
-তারপরও আমি খুশি!
-কেনো।
-তুমি আমার সাথেই আছো।
-আমি তোমার সাথে নেই অভি, একটু ভালোভাবে দেখো।
-আমি এতকিছু বুঝিনা।
-তুমি সত্যিই বুঝনা, যখন ছিলাম তখন ও না এখন নেই এখন ও না।
-আমায় ক্ষমা করো তরু।
-কিসের জন্য ?
-আমার ভুল, সেই ভুলের মাশুল আমি আজো দিচ্ছি।
-হাহা ঐটা আমার পরিনতি ছিল কেবল।
-সব আমার জন্য, তুমি এক কাজ করো আমাকে জানালা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও। ১০ তলা থেকে পড়লে মৃত্যু ত নিশ্চিত, না?
-হাহাহা।

তরু হাসছে, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। নিজের প্রতি নিজের ঘৃণা জমে গেছে।
-হাসো কেন? আমি অনেক চেষ্টা করেছি, পারিনি সাহস যোগাতে।
-তোমার পরিনতি এতো তাড়াতাড়ি নেই অভি। আমি তোমায় মাফ করলেই কি বেচেঁ যাবে?
-হয়তো।
-ঠিকাছে করে দিব ক্ষমা, শেষ দেখা এটা তাহলে।
-না.........তাহলে এ ক্ষমা চাইনা আমি।
-অভিশাপ ও দেইনি আমি। আমি তোমায় ভালবাসতাম, বাসি। কেবল ফারাকটা ছিল তুমি দেখানোর জন্য ভালোবাসতে আর আমি মন থেকে। ভালোবাসার মানুষ কষ্ট থাকুক তা কেউ চায়না। আমিও না। তুমি সুস্থ হও এটাই আমি চাই।
-চুপ করো। আমি তোমাকে চাই, আমার ভুল ভুলই থাকুক তারপর ও হারিয়ে যেওনা।

তখন সূর্য কেবল উঠছিল। রাতের আধাঁর আস্তে আস্তে দিনের আলোয় মিলিয়ে যাচ্ছে। কিছু দূরেই তরু দাড়িয়ে। ওর মাথা থেকে রক্ত ঝরছে, টকটকে লাল রক্ত। তরু যেন হাসছে। কি মোহনীয় সে হাসি। পরক্ষনেই তরু কাদতেঁ লাগলো। আমি উঠে দাড়ালাম।
-একি তরু তুমি কাঁদছো কেনো?
তরু জবাব দেয় না। নির্লিপ্ত ভাবে আমার দিকে চেয়ে আছে। এই চাহনিতে কেবল ভয় আর ঘৃণা, হ্যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওর চোখ গুলো ভয়ে যেন মনি ছোট হয়ে আসছে। তরু আমার হাতের দিকে তাকিয়ে আছে একদৃষ্টি তে।
আমিও তাকালাম - একি!!! দুহাত ভর্তি রক্ত, টকটকে লাল রক্ত আমার হাতে মেখে আছে। ডান হাতটায় লোহার একটা দন্ড সেটাতেও রক্তে লাল হয়ে গেছে।
তাহলে কি আজ সেই দিন! আমি আর কিছু ভাবতে পারছিনা কেবল চিতকার করে বললাম "আমায় ক্ষমা করো তরু, ক্ষমা করো। "
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১২৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লেখা। আবার বলি লেখার পর নিজের লেখা সাবধানে পড়ে বানান আর ছাপার ভুল শুদ্ধ করুন।
    • স্বপ্নীল মিহান ২৮/০১/২০১৬
      ধন্যবাদ। লেখাটিতে বানান ভুল হলে নিজ গুন ক্ষমা করবেন আর ভুল বানান ধরিয়ে দিলে বেশি ভালো হত, শুধরিয়ে নিব।
  • তুষার রায় ২৩/০৩/২০১৫
    চলুক কথা প্রাণে প্রাণে.........শুভ কামনা
  • আল-আমিন মোড়ল ১৫/০৩/২০১৫
    ভাল!!!!
  • ভালই বলতে হচ্ছে, শুভেচ্ছা ।
  • ভালই বলতে হচ্ছে, শুভেচ্ছ ।
  • সবুজ আহমেদ কক্স ১২/০৩/২০১৫
    গল্প টা বেশ ভালো লাগলো
  • আবিদ আল আহসান ১১/০৩/২০১৫
    সুন্দর
  • নহাজা য়াজিনা ১১/০৩/২০১৫
    ভালো লিখেছেন।
 
Quantcast