একটি শহুরে রাতের গল্প
যান্ত্রিক শহরে যত থামে কোলাহল,
নিশ্চুপ মন আঁকছে তার ব্যস্ত ছবি।
শহরের ফাঁদে আটকে থেকে আমি,
জানালার গ্রিলে দেখছি ভোরের রবি।
হাতে নিয়ে সেই পুরনো গানের খাতা,
গিটারের তারে তুলে পুরনো কিছু সুর।
চোখের কোনে ঘুম নেই কোন যেন,
তোমায় পাবার নয়তো আর বেশি দূর।
ঘুমিয়ে পড়া পাখিদের মাঝেও,
জেগে থাকে নাম না জানা সে পাখি।
একটু রাত হলেই চলে আসে উড়ে,
জানালার গ্রিলে করে ডাকাডাকি।
ঘুম চোখে গিটারে তবু থামেনি ত সুর,
তাকিয়ে দেখি লালচে আকাশে তখন,
মেঘ-রোদে চলে বিজলীর ভাংচুর।
ল্যাম্পপোস্ট টা দাড়িয়ে আছে তাই,
আধার ছুয়ে নি শহরের এ গলি।
আলো নিভিয়ে জোনাক এলে কিছু,
স্বপ্ন ভেবে হয়তো যাব সবই ভুলি।
কৃত্রিম এই দেখানো কিছু কথায় আর,
গাইব না আমি তুলে গিটারে সুর।
তোমায় পেয়ে হাতটি ধরে তখন ঠিকই,
যাব ছেড়ে যান্ত্রিক শহর, যাব বহুদূর ......।l
নিশ্চুপ মন আঁকছে তার ব্যস্ত ছবি।
শহরের ফাঁদে আটকে থেকে আমি,
জানালার গ্রিলে দেখছি ভোরের রবি।
হাতে নিয়ে সেই পুরনো গানের খাতা,
গিটারের তারে তুলে পুরনো কিছু সুর।
চোখের কোনে ঘুম নেই কোন যেন,
তোমায় পাবার নয়তো আর বেশি দূর।
ঘুমিয়ে পড়া পাখিদের মাঝেও,
জেগে থাকে নাম না জানা সে পাখি।
একটু রাত হলেই চলে আসে উড়ে,
জানালার গ্রিলে করে ডাকাডাকি।
ঘুম চোখে গিটারে তবু থামেনি ত সুর,
তাকিয়ে দেখি লালচে আকাশে তখন,
মেঘ-রোদে চলে বিজলীর ভাংচুর।
ল্যাম্পপোস্ট টা দাড়িয়ে আছে তাই,
আধার ছুয়ে নি শহরের এ গলি।
আলো নিভিয়ে জোনাক এলে কিছু,
স্বপ্ন ভেবে হয়তো যাব সবই ভুলি।
কৃত্রিম এই দেখানো কিছু কথায় আর,
গাইব না আমি তুলে গিটারে সুর।
তোমায় পেয়ে হাতটি ধরে তখন ঠিকই,
যাব ছেড়ে যান্ত্রিক শহর, যাব বহুদূর ......।l
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আর. কে. (র্নিবাক আমি) ২৬/০৯/২০১৪ভালো লেগেছে.....কবি বন্ধু ।।।
-
মল্লিকা রায় ২৫/০৯/২০১৪খুব ভালো লাগলো কবিতা ধন্যবাদ কবি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/০৯/২০১৪অনেক দুর চলে যাবো এ যান্ত্রিক শহর ছেড়ে। যেখানে শুধু তুমি আর আমি। ভালো লাগলো।
-
মনিরুজ্জামান শুভ্র ২৪/০৯/২০১৪বাহ ... অনেক ভাল লাগলো । বানানের কিছু ভুল আছে একটু লক্ষ রাখবেন ।
-
মল্লিকা রায় ২৪/০৯/২০১৪বাহ্ বেশ লাগলো কবিতা,ধন্যবাদ কবি।