ভোরের আহাজারী
ভোরের আলোয় আগের মতো
পুরোপুরি কাটে না অন্ধকার,
সূর্যের লুকোচুরি খেলায়
ছুটোছুটি করে মেঘের মিছিলেরা;
ঘোষনা দেয়, 'নিরাপদ নয় কোথাও'
পল্টন, রমনা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ,
শাহবাগ এমন কি ঢাকা ষ্টেডিয়াম।
পর্দাকে আলতোভাবে সরিয়ে
বাতাস ফিসফিসিয়ে বলে,
বারুদের গন্ধ, টিয়ার গ্যাস,
জলকামানের উত্তপ্ত পানির স্রোত;
বিশুদ্ধ বাতাসকে উড়িয়ে নিয়ে গেছে
অজানা কোন পাহাড় উপত্যকায়।
দরজা জানালা আগলে রেখেছে আমাকে
আশ্রয় দিয়েছে মায়াময়ী-নির্জন কুঠরী
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি,
নিরুপায়ে শুনি পুনশ্চ নিত্য ভোরে আহাজারী।
পুরোপুরি কাটে না অন্ধকার,
সূর্যের লুকোচুরি খেলায়
ছুটোছুটি করে মেঘের মিছিলেরা;
ঘোষনা দেয়, 'নিরাপদ নয় কোথাও'
পল্টন, রমনা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ,
শাহবাগ এমন কি ঢাকা ষ্টেডিয়াম।
পর্দাকে আলতোভাবে সরিয়ে
বাতাস ফিসফিসিয়ে বলে,
বারুদের গন্ধ, টিয়ার গ্যাস,
জলকামানের উত্তপ্ত পানির স্রোত;
বিশুদ্ধ বাতাসকে উড়িয়ে নিয়ে গেছে
অজানা কোন পাহাড় উপত্যকায়।
দরজা জানালা আগলে রেখেছে আমাকে
আশ্রয় দিয়েছে মায়াময়ী-নির্জন কুঠরী
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি,
নিরুপায়ে শুনি পুনশ্চ নিত্য ভোরে আহাজারী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বাধীন আমিনুল ইসলাম ৩১/০৩/২০১৫অসাধারণ
-
শ্রীস্বপন চক্রবর্ত্তী ২২/০৩/২০১৫তুমি সর্বশেষ লিখেছো ২৭শে ডিসেম্বর, তুমি কোথায় ভাই -- গত তিনমাস তুমি এখানেও নেই, তুমি ভালো আছো? মাঝেমধ্যে আসরে এসে একটু পরশ দিয়ে যেও -- আশা করি ভালো আছো । ভালো থেকো -- শুভেচ্ছা নিরন্তর-- তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি ।
-
সায়েম খান ০৩/০১/২০১৫আহা চমতকার!
-
অ ২৯/১২/২০১৪চমৎকার লেখা ।
-
সাইদুর রহমান ২৮/১২/২০১৪বাহ চমৎকার।
কেমন আছেন, মৃদুল ভাইয়া ?
শুভ কামনা। -
কৌশিক আজাদ প্রণয় ২৮/১২/২০১৪কতটা বিষাদ চিত্রিত হল কবি, অভিভূত হলাম, ভোরের আলোর অতলেও অন্ধকারের কালো ছায়া কবির কল্পনাকে গ্রাস করলো! অসাধারণ। বারুদের গন্ধ টিয়ার শেলের গন্ধ যেন বিপ্লবীর প্রতি অত্যাচারেরই করুণ বর্ণনা। ভালোলাগা রইলো বন্ধু।
-
অনিরুদ্ধ বুলবুল ২৮/১২/২০১৪ভোরের আলোর জন্য বন্ধ হোক নিত্য আহাজারী
সুন্দর ভুবন গড়ব আমরা আসুন এবার পণ করি।
বেশ কিছুদিন পর দেখছি কবি!
ভাল আছেন তো?
শুভেচ্ছা নিন।