আলিঙ্গন
যে আলিঙ্গনে
স্বর্গের হুরেরা
লজ্জা পায়,
তার চেয়ে বেশি
মমতামাখা-উচ্ছ্বল
ভালবাসায়
আমি সিক্ত হতে চাই।
শরতের শেফালি
যেমন করে
সুগন্ধের বাহার
নিয়ে মাটিকে
চুম্বন করে;
আমিও উম্মুখ
হয়ে আছি
তোমার প্রতিটি
রোমকূপ থেকে;
অনাবিল-কমনীয়-অবর্ণনীয়,
মাতাল করা সুগন্ধে
বিধৌত হওয়ার।
স্বর্গের হুরেরা
লজ্জা পায়,
তার চেয়ে বেশি
মমতামাখা-উচ্ছ্বল
ভালবাসায়
আমি সিক্ত হতে চাই।
শরতের শেফালি
যেমন করে
সুগন্ধের বাহার
নিয়ে মাটিকে
চুম্বন করে;
আমিও উম্মুখ
হয়ে আছি
তোমার প্রতিটি
রোমকূপ থেকে;
অনাবিল-কমনীয়-অবর্ণনীয়,
মাতাল করা সুগন্ধে
বিধৌত হওয়ার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ১৭/১১/২০১৪হতে চাই' পূরন হউক, লেখার দক্ষতায় । বেশ ভাল লাগলো ভাই ।
-
একনিষ্ঠ অনুগত ১৭/১১/২০১৪কি সুন্দর কথা...!
-
মোঃ আবদুল করিম ১৬/১১/২০১৪বাকি মন্তব্যে আমি হতম্ব,এক কথায় অসাধারন লিখেছেন ।
-
মোহাম্মদ তারেক ১৬/১১/২০১৪কবি-মন কতটা রোমান্টিক হতে পারে তারই নিদর্শন এই কবিতাখানি। মাঝে মাঝে ভাবি আমি পারিনা কেন! গুরু, কৌশলটা শিখিয়ে বাধিত করবেন।
-
অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪বাহ্! প্রতিটি কথায় চমৎকার রোমাঞ্চ ফুটে উঠেছে!
কয়েকদিন বিরতি দিয়ে তো রোমাঞ্চের তারাবাত্তি জ্বালিয়ে দিলেন কবি! অভিনন্দন।