www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলিঙ্গন

যে আলিঙ্গনে
স্বর্গের হুরেরা
লজ্জা পায়,
তার চেয়ে বেশি
মমতামাখা-উচ্ছ্বল
ভালবাসায়
আমি সিক্ত হতে চাই।

শরতের শেফালি
যেমন করে
সুগন্ধের বাহার
নিয়ে মাটিকে
চুম্বন করে;
আমিও উম্মুখ
হয়ে আছি
তোমার প্রতিটি
রোমকূপ থেকে;
অনাবিল-কমনীয়-অবর্ণনীয়,
মাতাল করা সুগন্ধে
বিধৌত হওয়ার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরিতোষ ভৌমিক ১৭/১১/২০১৪
    হতে চাই' পূরন হউক, লেখার দক্ষতায় । বেশ ভাল লাগলো ভাই ।
  • একনিষ্ঠ অনুগত ১৭/১১/২০১৪
    কি সুন্দর কথা...!
  • মোঃ আবদুল করিম ১৬/১১/২০১৪
    বাকি মন্তব্যে আমি হতম্ব,এক কথায় অসাধারন লিখেছেন ।
  • মোহাম্মদ তারেক ১৬/১১/২০১৪
    কবি-মন কতটা রোমান্টিক হতে পারে তারই নিদর্শন এই কবিতাখানি। মাঝে মাঝে ভাবি আমি পারিনা কেন! গুরু, কৌশলটা শিখিয়ে বাধিত করবেন।
  • অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪
    বাহ্! প্রতিটি কথায় চমৎকার রোমাঞ্চ ফুটে উঠেছে!
    কয়েকদিন বিরতি দিয়ে তো রোমাঞ্চের তারাবাত্তি জ্বালিয়ে দিলেন কবি! অভিনন্দন।
    • অনেক ধন্যবাদ। এখন থেকে নিয়মিত আসবোনা। কারন এতে কোন মজা থাকেনা।
      • অনিরুদ্ধ বুলবুল ১৭/১১/২০১৪
        রাগ করবেন না কবি। আমিও খেয়াল করছি -
        দু'টি সাইটই এক মডারেটর পরিচালিত। একই পোস্ট দুই জায়গায় দিয়ে মজা নেই। এখানে একটা পোস্ট তিনদিনে মেরেকেটে ৩০/৪০ জন পাঠকও পড়েন না। তারপর তো কালের গর্ভেই হারিয়ে যায়। এমন অনেক সাইট আছে যেখানে তিনদিনে তিন চারশো পাঠকও মিলে। বিশেষ সৌভাগ্য হলে বাংলা কবিতায় একই সময়ে বড়জোর শ'খানেক পাঠক মিলে। তবু নানান দিক বিবেচনা করলে বাংলা কবিতা তূলনামূলক ভাল।
        • ভাল মন্দ বলছি না ভাইয়া। কবিদের তার প্রাপ্য সম্মান দিতে হয় আমি একটা কবিতা পোষ্ট করলাম সেটা দেখা যায় ১০ জন পড়ল কেমন লাগল তা জানা গেল দুজনের কাছে। আর প্রতিদিন দিলে যারা নিয়মিত তারাও পড়ে না সবাই। তাই গ্যাপ করে দিব। এতে পড়বে কেউ বিরক্ত হবে না।
 
Quantcast