www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝগড়া

স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া চলছে।
এমনকি ঝগড়া গড়িয়েছে হাতাহাতি পর্যন্তও!

এক পর্যায়ে খাটের নিচে আশ্রয় নিল
স্বামী বেচারা। স্ত্রী খাটের
নিচে উঁকি দিয়ে বলল, ‘বেরিয়ে এসো।
বেরিয়ে এসো বলছি!’

উত্তরে মিনমিন করে বলল স্বামী,
‘আমি কি তোমাকে ভয় পাই ভেবেছ?
তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু
যা বলি তাই করি।’

স্ত্রী: কী বলতে চাও তুমি?
কী করবে শুনি?

স্বামী: খাটের নিচ থেকে বের হব না বলেছি।
কিছুতেই বের হব না!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ‌‍ধ্রুবক ১৭/০৪/২০১৮
    বশ ভালো।
  • আবু সঈদ আহমেদ ০৯/১২/২০১৪
    এ বার যদি স্ত্রী হুড়কো বা ঝুল ঝারু নিয়ে এসে খোঁচা দেয়? তবে?
  • সুদীপ্তবিশ্বাস ০৭/১২/২০১৪
    বেশ বেশ!
  • দেলোয়ার হোসাইন ৩০/১১/২০১৪
    omg! আমিতো হাসতে হাসতে শেষ ৷
  • ARDHENDU BIKASH RANA ২৮/১১/২০১৪
    হাঃ হাঃ ,সত্যি একেই বীর পঙ্গুব !
  • ... ২৪/১১/২০১৪
    দারুণ!
    বেপক মজা নিলাম।
  • পরিতোষ ভৌমিক ১৭/১১/২০১৪
    হাঃ হাঃ হাঃ ----এমন হয় !
  • রক্তিম ১৩/১১/২০১৪
    কী সরল জবানবন্দী অথচ মহিয়ান। ভাল
  • মল্লিকা রায় ১৩/১১/২০১৪
    ওহ্ খুব ভালো একটি কবিতা পড়া হল।
  • অগ্নিপক্ষ ১২/১১/২০১৪
    বেশ!
  • ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৪
    "za bole tai kore"..becara Husband..
  • একনিষ্ঠ অনুগত ১২/১১/২০১৪
    খুবই সত্যবাদী পুরুষ।। :D
  • কৌতুক টি পড়ে খুবই আনন্দিত হলাম ।
  • অনবদ্য
  • হা বেগম রোকেয়া, সুফিয়া কামাল এসে দেখেযান আপনাদের নারীরা জেগে উঠেছে আর আমরা...............?
  • পিয়ালী দত্ত ১১/১১/২০১৪
    ভারি মজার...
  • অনিরুদ্ধ বুলবুল ১১/১১/২০১৪
    বীরপুরুষ বটে!! স্ত্রীকে মোটেও ভয় করে না কেবল এক কথায় মানুষ - যা বলে তা ই করে!! :-P
 
Quantcast