www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শীতল কবর

জানালার কাছে বসে আনমনে ভাবছি
শুন্য খাতা এবং কলম নিয়ে,
ঘরের ভিতবে কবিতার উপাদানগুলো
বিধ্বস্থ, বিবর্ণ, বাকশুন্য।

অস্থির চিত্তে অপেক্ষায়-
বাইরের অপার সম্ভাবনাময় ক্ষেত্রের প্রতি।
প্রথাগত মূল্যবান কালো অক্ষরের পরিবর্তে
ভেসে এলো রক্তের স্রোতধারা;
সজীব শব্দগুলোর প্রতিবাদী আওয়াজ
একেবার স্তব্ধ হিমশীতল কবরের মত।

জানালার ওপারেও আশাভরসার মিনার
ভেঙ্গেচুরে তছনছ;
কুয়াশার পুরু স্তরের নিচে চাপা পড়েছে
স্বচ্ছ আলোর রেখা।

কবিতার খাতা ভরে গেছে
আবর্জনার ধ্বংসস্তূপে;
সে স্তূপ আস্তে আস্তে
বিশালাকার হয়ে চাপা দিতে উদ্যত
কবির কলম,
কবিতার খাতা
এবং সকল সত্তাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু ছায়েম ০৪/১১/২০১৪
    সুন্দর
  • একনিষ্ঠ অনুগত ০৪/১১/২০১৪
    বেশ ভালো...
  • সুন্দর হয়েছে ! ভাল লাগল কবি!
    আজি সব ভালবাসা দিয়ে গেলাম,
    লয়ে গেলাম সবি।।।।।।।।
  • দারুন
    • অনেক ভাল লাগল। ভাল থাকুন। অনেক ধন্যবাদ।
  • নামকরন নিয়ে আমি দ্বিধানিত। কবিতাটি ভালো লেগেছ। আমি নিজেই অনেক বানান ভুল করি তাই এ ব্যাপারে আর কিছু বলতে পারি না।
  • কাইকুবাদ আলি ০৩/১১/২০১৪
    আমরা কবিরা প্রায়শই এমন অনুভুতির মধ্য দিয়ে অতিবাহিত হয়ে থাকি, আপনি সেটা মোক্ষম উপলব্ধি করতে পেরে আপনার কবিতার কথার মতোই কাগজে বমি করেছেন। ভালো লাগলো, ভালো থাকুন
 
Quantcast