স্বজন প্রীতি
রাজার নীতিকেই এতদিন
সবাই বলিত রাজনীতি,
অথবা যে নীতির মাঝে
থাকতো রাজকীয় ভাবগতি,
তাহাই ছিল এতকাল রাজনীতি।
কিন্তু এখন যেমন,
সময়ের হয়েছে পরিবর্তন,
রাজা হয়ে গেছে সাধারন,
তেমনি প্রজারা হয়েছে রাজন।
ফলে নীতি গেছে ডুবে
দুর্নীতির গহ্বরে।
রাজার শক্তিকে করেছে অধিকার,
সেটাও মাস্তান আর বাটপারে।
রাজার হাতে যা ছিল দন্ড
অপাত্রে পড়ে হয়েছে খন্ড বিখন্ড।
এখন রাজা নেই,
রাজ্যও নেই তবু কিন্তু আছে রাজনীতি,
শাসন নেই,
বিচার নেই আছে শুধু স্বজন প্রীতি।
সবাই বলিত রাজনীতি,
অথবা যে নীতির মাঝে
থাকতো রাজকীয় ভাবগতি,
তাহাই ছিল এতকাল রাজনীতি।
কিন্তু এখন যেমন,
সময়ের হয়েছে পরিবর্তন,
রাজা হয়ে গেছে সাধারন,
তেমনি প্রজারা হয়েছে রাজন।
ফলে নীতি গেছে ডুবে
দুর্নীতির গহ্বরে।
রাজার শক্তিকে করেছে অধিকার,
সেটাও মাস্তান আর বাটপারে।
রাজার হাতে যা ছিল দন্ড
অপাত্রে পড়ে হয়েছে খন্ড বিখন্ড।
এখন রাজা নেই,
রাজ্যও নেই তবু কিন্তু আছে রাজনীতি,
শাসন নেই,
বিচার নেই আছে শুধু স্বজন প্রীতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ০৩/১১/২০১৪গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক ব্যবহারের অভাব! ভালো লাগলো কবিতাটি।
-
মোহাম্মদ তারেক ০৩/১১/২০১৪রাজা আর নীতির বেহাল দশা উপস্থাপন করলেন। সুন্দর হয়েছে....
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৩/১১/২০১৪হমমম ভালো বলেছেন।
-
রেনেসাঁ সাহা ০২/১১/২০১৪সত্য ঘটনা অবলম্বনে............ । বেশ ভালো লাগল।