শুনতে কি পাও
বিশাল নদীবক্ষে আমি এক ডিঙ্গা!
ষ্টীমার-জাহাজের ঢেউয়ের দোলায়
ডুবু ডুবু হয়ে ভেসে থাকি।
আমি মরিচা ধরা এক ভোতা ড্রেজার!
যখন বাঁচার জন্য কিছুটা খুঁজতে চাই
'মা' হারা শিশুর কান্নার মত
কানফাটা শব্দ করে উল্টে যাই।
আমি পুরনো যুগের বাউলের একতারা!
একতারাটা বেশ ঝংকার তুলে
সুরের মূর্ছনা ছড়িয়ে হারিয়ে যায়
ঐ জিপসী, কংগোর বিকট শব্দের মাঝে।
আমি কৃষানের কাস্তে-কোদাল আর লাঙ্গল
মজুরের হাতুড়ি, শ্রমিকের যাঁতাকল
যখন সুন্দর কিছু গড়তে চাই
ওরা অশুভ শক্তির দাপটে সব তছনছ করে দেয়।
স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে
ফাতেমার দোসররা হয়েছে লাঞ্ছিতা
আদমজাতির পিতা শেষ রক্তের ছাপটুকু
রেখে গেছে সবুজ মাটিতে।
স্বাধীনতার রঙ্গিন আলোতে
একশ্রেনী বার বার ঝলসিত হচ্ছে
আর আমার বাঁচার অধিকার দুরের কথা
পুড়ে তামাটে হতে হতে ভস্ম হয়ে যাচ্ছি।
ষ্টীমার-জাহাজের ঢেউয়ের দোলায়
ডুবু ডুবু হয়ে ভেসে থাকি।
আমি মরিচা ধরা এক ভোতা ড্রেজার!
যখন বাঁচার জন্য কিছুটা খুঁজতে চাই
'মা' হারা শিশুর কান্নার মত
কানফাটা শব্দ করে উল্টে যাই।
আমি পুরনো যুগের বাউলের একতারা!
একতারাটা বেশ ঝংকার তুলে
সুরের মূর্ছনা ছড়িয়ে হারিয়ে যায়
ঐ জিপসী, কংগোর বিকট শব্দের মাঝে।
আমি কৃষানের কাস্তে-কোদাল আর লাঙ্গল
মজুরের হাতুড়ি, শ্রমিকের যাঁতাকল
যখন সুন্দর কিছু গড়তে চাই
ওরা অশুভ শক্তির দাপটে সব তছনছ করে দেয়।
স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে
ফাতেমার দোসররা হয়েছে লাঞ্ছিতা
আদমজাতির পিতা শেষ রক্তের ছাপটুকু
রেখে গেছে সবুজ মাটিতে।
স্বাধীনতার রঙ্গিন আলোতে
একশ্রেনী বার বার ঝলসিত হচ্ছে
আর আমার বাঁচার অধিকার দুরের কথা
পুড়ে তামাটে হতে হতে ভস্ম হয়ে যাচ্ছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৩/১১/২০১৪হেট ইট।
-
সামসুল আলম দোয়েল ০২/১১/২০১৪এরই নাম গণতন্ত্র। এর নাম রাজনীতি
-
মনিরুজ্জামান শুভ্র ০২/১১/২০১৪চমৎকার ভাবনা থেকে কবিতাটা লিখেছেন । কিন্তু কিছু লাইন বোধ গাম্য হয় নি। স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনতে ফাতেমার দোসররা হয়েছে লাঞ্ছিতা বলেতে কি বুঝিয়েছেন?
ষ্টীমার > স্টিমার
কৃষান > কৃষাণ -
কৌশিক আজাদ প্রণয় ০২/১১/২০১৪ধ্বংস লিলায় উন্মত্ত সময়ের প্রতি অনুযোগ রেখেছেন কি কবি? সুরের মূর্ছনাটা জিপসি কঙ্গের বিকট চিৎকারে যতটা হারায় তার চেয়েও বেশী হারিয়ে যায় গাঁজা কিংবা ইরাকের বুকে বিদ্ধ গোলার হুংকারে। কবিতার শেষ অংশে আপনি যেই ঝলসিত শ্রেণীর কথা বলেছেন বঞ্চিত, স্বপ্নহারা সবাইতো ওই দলেরই। যাদের বাঁচার অধিকার ভস্ম হচ্ছে প্রতিনিয়ত ক্ষমতাবানের লালসার আগুনে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১১/২০১৪একচুয়ালী প্রশ্নটা কাকে?