আমার প্রত্যাশাা
হে মানবী,
আমি জাগতে চাই-
জাগাও আমাকে ভূমিকম্পের মত।
আমি পুড়তে চাই-
পোড়াও আমাকে দাবানলের মত।
পৃথিবী থেকে মুছে ফেলতে চাই
দাবানল এবং ভূমিকম্পের তান্ডবলীলা।
হে মানবী,
আমি সাজাতে চাই-
সাজাতে দাও আমাকে গোলাপের বাগান।
আমি বানাতে চাই-
বানাতে দাও আমাকে ভালবাসার ভুবন।
পৃথিবী আমি ভরিয়ে দিতে চাই
গোলাপের সৌন্দর্য এবং দুর্লভ ভালবাসায়।
আমি জাগতে চাই-
জাগাও আমাকে ভূমিকম্পের মত।
আমি পুড়তে চাই-
পোড়াও আমাকে দাবানলের মত।
পৃথিবী থেকে মুছে ফেলতে চাই
দাবানল এবং ভূমিকম্পের তান্ডবলীলা।
হে মানবী,
আমি সাজাতে চাই-
সাজাতে দাও আমাকে গোলাপের বাগান।
আমি বানাতে চাই-
বানাতে দাও আমাকে ভালবাসার ভুবন।
পৃথিবী আমি ভরিয়ে দিতে চাই
গোলাপের সৌন্দর্য এবং দুর্লভ ভালবাসায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪আপনার ভাবনার প্রতিফলন ঘটুক। এই শুভ কামনা আপনার জন্য।
-
এম আর মিজান ৩১/১০/২০১৪ভাল লাগা
-
একনিষ্ঠ অনুগত ৩১/১০/২০১৪ভালো লিখেছেন...
-
অনিরুদ্ধ বুলবুল ৩০/১০/২০১৪কবির প্রথ্যয়ে সুর মিলিয়ে আমরাও বলি -
"গোলাপের সৌন্দর্য আর দূর্লভ ভালবাসায়" সবার জীবন পূণ্যময় হোক।
কবিকে শুভেচ্ছা