www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পলাতক এক প্রতিবিম্ব

মনটা ভাল নেই, বড় একা লাগছে
আলাদা হয়ে আছি সমাজ থেকে,
আমার আপন পৃথিবী থেকে
ভোতা হয়ে গেছে অনুভুতি আর বিবেকের ছুরিটা
নিজেই পড়েছি ধরা নিজের বেষ্টনীতে।

সুশীল সমাজ একাকীত্বের শৃঙ্খলে আবদ্ধ
শামুকের মত গুটিয়ে নিজের আয়নায়
নিজেই দেখি ভয়াবহ পলাতক এক প্রতিবিম্ব
কাকে ডাকব, কাকে বলব, সবাই চেনা হয়েও অচেনা।

পাশের বাড়ীর প্রসবিনীর আর্ত চিৎকারে কানে তুলো দিই
পাশের ঘরে রশিতে ঝুলে আত্বহত্যার আর্তনাদ শুনতে পাইনা
সন্ত্রাসীদের হুংকারে দায় এড়িয়ে ভয়ে হই জড়োসড়ো
দূর থেকে দেখি মাস্তান খুনীদের খুনের দৃশ্যপট।

মহল্লার সুন্দরী মেয়েটার মুখে লম্পট ছেলেরা
যখন অ্যাসিড মেরে পালিয়ে যায়
উঠতি বয়সের ছেলেরা কিশোরী মেয়েদের
যখন উত্যক্ত করে প্রতিদিন।

আমি তখন নেড়ী কুকুরের মতাে
লেজ গুটিয়ে এক কোনে দাড়িয়ে থাকি
আমার গায়ের চামড়া
গন্ডারের চামড়াকেও হার মানায়।

নিজের সবুজ আঙ্গিনাকে করেছি রক্ত লাল
বেদনার চাদরে মুখ লুকিয়ে করেছি নিজের সর্বনাশ
জীবন থেকে পালিয়ে বেড়ানোর স্বপ্নে বিভোর হয়ে
হারিয়েছি বহু স্বজন, আপন হয়েছে পর।

এ কেমন তর সর্বনাশা জীবন।
এ চেয়ে ঢের ভাল, আপন করে নেয়া মরণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রতিবাদের অনন্য স্বরূপ এই কবিতাটি। আমাদের আধুনিক কবিদের অধিকাংশই বিরহ, প্রেম আর অতীত রোমন্থন নিয়েই পরে থাকে। আপনার মধ্যে দ্রোহের প্রকাশ দেখলাম। দ্রোহের কবিতা আমায় বরাবরই অনুরণিত করে। নিজে কে নিয়ে লিখে পুরো তথাকথিত সুশীল সমাজের কচ্ছপের গলার মতো অন্তর্মুখী দৃষ্টিভঙ্গী তুলে ধরেছেন। এবার কবিতার প্রসঙ্গে আসি। পুরো কবিতাটিই অমৃতাক্ষর ছন্দে লেখা তাই শেষ ২ লাইনে অনুপ্রাসের দরকার ছিল না। তবে কবিতার বোধটি অসাধারণ।
  • বাহ সম্ভব সুন্দর কবিতা। চারদিকের এত এত অপ্রাত্যাশিত ঘটনা যার প্রতিবাদে সত্যি আমরা অনেক অসহায়। ভালো লাগলো লেখাটি।
  • অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪
    চারপাশের অনাকাঙ্ক্ষিত ঘটনায় অস্থির জীবন আর নিজের অপারগাতার ক্ষোভের আন্তরীক প্রকাশ ভাল লাগলো -
    "বেদনার চাদরে মুখ লুকিয়ে করেছি নিজের সর্বনাশ
    জীবন থেকে পালিয়ে বেড়ানোর স্বপ্নে বিভোর হয়ে
    হারিয়েছি বহু স্বজন, আপন হয়েছে পর"
  • মোহাম্মদ তারেক ২৯/১০/২০১৪
    ভাল ভাবনা। চিন্তাকে প্রসারিত করে....আত্ব> আত্ম। ভাল থাকুন কবি।
  • পার্থ সাহা ২৯/১০/২০১৪
    vlo
 
Quantcast