www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুছে দাও আবিলতা

স্বাধীনতা ! তুমি কাহার কথা,
কখন কাহারে বল, নিজেই জাননা তাহা।
একদা ছিলে যবে তুমি সিরাজের ঘরে,
হানিয়া কুটিল শর, তোমায় বাঁধিয়া,
তুলিয়া দিল মীরজাফর-জগৎশেঠ মিলিয়া,
ইংরেজ বেনিয়ার ঝুলিতে ভরিয়া।
মীর মর্দন-মোহনলাল পারিলনা রক্ষিতে
তুমি চলিয়া গেলে
বহু যুগ ধরে রহিলে পরের ঘরে।
কতশত জনপদ হইলো বিরান
লাখো ভারত সন্তান উত্সর্গিলো প্রান,
তোমারই তরে।
বহু যুগ বহু জনমের সাধনার পরে
আবার তুমি আসিলে ফিরিয়া।
নত শিরে ইংরেজ ছাড়িল ভারত ভূমি চিরতরে।
কিন্তু তোমার আসন নহে সর্বস্থানে,
পাতিলে কেবল তা, ভাগ‌্যবানের ঘরে।
লক্ষ কোটি বঞ্চিত বুভুক্ষ তােমার সন্তানেরে,
শুষিয়া চলিয়াছে এরা গুটি কয় লুটেরা মিলিয়া।

তুমি কি ঘুমাইয়া আছ, না নেশা গ্রস্থ হইয়াছ-
যার লাগি মুদিয়া দুটি নয়নে দেখনা কিছুই ?
চারপাশে কারা তোমায় আবার হটাবার লাগি,
পাতিয়াছে ফাঁদ কখন তুলিয়া লইবে,
ভরিয়া দিবে আবার কোন নব্য বেনিয়ার ঘরে।
নেশা ছাড়ো, ঘুম ভেঙ্গে মাথা ঝেড়ে,
উঠিয়া দাড়াঁও আপন পদভরে
বিস্ফরিয়া বিশাল দুটি বাহুতে তব,
টানিয়া ছিড়িয়া ভাংগিয়া-টুটিয়া,
একাকার করিয়া মুছিয়া দাও সকল আবিলতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪
    লেখাটা দুই সর্গে বিভক্ত;
    প্রথম সর্গটা দারুণ ভাল হয়েছে কিন্তু দ্বিতীয় সর্গ কোনভাবেই প্রথম সর্গের সাথে যেতে পারছে না?
  • খুব ভালো লাগল....
 
Quantcast