ভুলের মাশুল
নাবিক নোঙর ফেলেছে
অজানা বন্দরে
পানির গভীরতা জানা নেই
কুলের অদূরে শ্বাপদসংকুল
বনের ইতিহাস
এবং বিস্তীর্ণ জলাভুমি সম্পর্কে
সে অনভিজ্ঞ।
যেখানে শুনছি বিলুপ্তির গান
দেখছি অমাবস্যার অন্ধকার;
বন-পাহাড় থেকে ধেয়ে আসছে,
দলে দলে হিংস্র পশু।
জাহাজের অভ্যন্তরের যাত্রীরা ভয়ে বিহবল
কপালে দুশ্চিন্তার ভাজ,
অসহায় চাহনী
তাদের বিচক্ষনতা-দূরদৃষ্টি
বন্ধক রয়েছে;
নাবিকের হাতের তালু-মগজ
আর মাস্তুলের কাছে,
যুগে যুগে নাবিকেরা এভাবেই দিশেহারা
তাদের ভুলের মাশুল গুনে যাবে অসহায় যাত্রীরা।
অজানা বন্দরে
পানির গভীরতা জানা নেই
কুলের অদূরে শ্বাপদসংকুল
বনের ইতিহাস
এবং বিস্তীর্ণ জলাভুমি সম্পর্কে
সে অনভিজ্ঞ।
যেখানে শুনছি বিলুপ্তির গান
দেখছি অমাবস্যার অন্ধকার;
বন-পাহাড় থেকে ধেয়ে আসছে,
দলে দলে হিংস্র পশু।
জাহাজের অভ্যন্তরের যাত্রীরা ভয়ে বিহবল
কপালে দুশ্চিন্তার ভাজ,
অসহায় চাহনী
তাদের বিচক্ষনতা-দূরদৃষ্টি
বন্ধক রয়েছে;
নাবিকের হাতের তালু-মগজ
আর মাস্তুলের কাছে,
যুগে যুগে নাবিকেরা এভাবেই দিশেহারা
তাদের ভুলের মাশুল গুনে যাবে অসহায় যাত্রীরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
... ২৫/১১/২০১৪ভালোই হয়েছে।
-
মুহা, লুকমান রাকীব ২৮/১০/২০১৪উত্তম।।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/১০/২০১৪নতুন একটা প্রতিপাদ্য। ভালো লাগলো।
-
একনিষ্ঠ অনুগত ২৮/১০/২০১৪পথ যে দিকে যায়, পথিক সে দিকেই ধায়।
পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
দুটোই সত্যি... তবে দ্বিতীয়টা উত্তম।। (পথ=নাবিক, পথিক=যাত্রী) -
অনিরুদ্ধ বুলবুল ২৭/১০/২০১৪ভাবটা অনুভুতির তীর ছূুঁয়ে ছুঁয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে!
কবি কি এখানে বেহিসাবী রতি-রমনের কথা তুলে এনেছেন?
আমিও অনেক ভুল করি তাই আপনাকে একটু এগিয়ে দেই? বিহবল>বিহ্বল, ভাজ>ভাঁজ, বিচক্ষনতা>বিচক্ষণতা.... -
সুরজিৎ সী ২৭/১০/২০১৪বাহ্! খুবই ভালো লাগলো।
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/১০/২০১৪চমৎকার লাগলো । সহজ ভাবে কঠিন কিছু বলে দিলেন কবিতায় । ভাল হয়েছে ।