প্রেয়সী
ভোরের জানালায়
মিটিমিটি রোদ
যখন আমায়
হাতছানি
দিয়ে ডাকে;
আমি তাকে
অভিনন্দন
না জানিয়ে
স্বাগত-অভিনন্দন
জানাই
আমার প্রেয়সীকে।
সে অবগুন্ঠন ছেড়ে
আমার সামনে
হাজির
রূপের ডালা নিয়ে।
প্রতিভ সূর্যের দিকে
না তাকিয়ে
অপলক দৃষ্টিতে
অবলোকন করি
আমার প্রেয়সীকে।
মিটিমিটি রোদ
যখন আমায়
হাতছানি
দিয়ে ডাকে;
আমি তাকে
অভিনন্দন
না জানিয়ে
স্বাগত-অভিনন্দন
জানাই
আমার প্রেয়সীকে।
সে অবগুন্ঠন ছেড়ে
আমার সামনে
হাজির
রূপের ডালা নিয়ে।
প্রতিভ সূর্যের দিকে
না তাকিয়ে
অপলক দৃষ্টিতে
অবলোকন করি
আমার প্রেয়সীকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৭/১০/২০১৪অনেক ধন্যবাদ আপনাদের সবাই কে যারাই কষ্ট করে পড়েছেন।
-
মল্লিকা রায় ২৭/১০/২০১৪এটাই আসল কথা।খুব ভালো লাগলো কবিতা।
-
একনিষ্ঠ অনুগত ২৬/১০/২০১৪আপনার অভিনন্দনে নন্দিত হউক আপনার প্রেয়সী...
ভালোলাগা... -
তপন দাস ২৬/১০/২০১৪নিজের প্রেয়সীকে সবারই ভাল লাগে।আপনারও।
খুব ভাল। -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৬/১০/২০১৪আমার ভালো লেগেছে
-
সুরজিৎ সী ২৫/১০/২০১৪শুভেচ্ছা রইল কবি!
-
মনিরুজ্জামান শুভ্র ২৫/১০/২০১৪ভাল লাগলো , কিন্তু একটু ছাড়া ছাড়া ... আর কিছুটা কাব্যিকতার অভাব ।