www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবেকের পাহাড়

পায়ের ছাপে সহজেই চেনা যায়
পিশাচী নৃত্য না-ধ্রুপদী।
গোড়ালির আস্ফালনে
মাংশের ভিতবে জমেছে পুঁজ,
দগদগে ঘা;
দগদগে ঘা-এর ভিতর লাফালাফি
মহাকালের নেংটি ইঁদুরের।

যার লেজ বাঁধা অদৃশ্য সুতোয়,
সেই অদৃশ্য সুতোর নাটাই
ধ্বংসযজ্ঞ কোন প্রেতাত্মার হাতে নয়;
হেরে যাওয়া বন্দী বিবেকের
কিছু মানুষের হাতে।

যারা প্রতিনিয়ত ফুরিয়ে যায়
জ্বলে-ওঠা থেকে নিবৃত্ত থাকে
বহুদিন, বহুবছর;
লোনাধরা জীবন্ত দেহের মাশুল গুনে
ক্ষয়ে যাচ্ছে সভ্যতা
আর বিবেকের পাহাড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মানুষ নিজেই তার চেতনার বিভ্রমে সভ্যতার বুকে বাজিয়ে তোলে ধ্বংসের প্রলয়নাদ। অসাধারণ উপমা ও শব্দসম্ভারে লিখিত এই কবিতাটি অনেক উন্নত একটি সৃষ্টি কবি। এই ধরণের উন্নত লেখা আমাদের পাঠকদের আরও বেশী অনুপ্রাণিত করবে। অভিনন্দন আপনাকে।
  • স্বপন শর্মা ২৫/১০/২০১৪
    সুন্দর ....অনেক ভালো লাগল কথার গাথুনি গুলো........
  • অনেক ভাল লাগলো ।
  • হমম। যথেষ্ট ভালো হয়েছে।
 
Quantcast