প্রেমের নিরাপদ আশ্রয়স্থল
আমার হৃদপিন্ডের মধ্যেখানে
ছোট্ট একটা ক্যানভাস এটেছি তাতে
এঁকেছি তোমার ছবি, প্রান দিয়েছি সে ছবিতে।
হৃদপিন্ডের সাথে ফিসফিসিয়ে,
কথা চালাচালি হলো নিবিড় ভাবে।
ভালবাসার মন্ত্রগুলো ঝর্নার স্রোতের মতো
রিনরিন করে বেজে ওঠে,
বুকের ভেতর ছোট্ট জায়গা থেকে।
তুমি লেপ্টে আছো আমার স্পর্শে
যেমন করে মৌমাছি মধুচাকে মধু আহরন করে;
স্রোতস্বিনী নদী মিলিত হয় সাগরের সাথে।
বুকের ভিতর প্রতিটি জায়গাতে
এঁকে দিলাম সযত্নে অমুল্য নকশা,
বিশ্বাস যত্নেভরা প্রেমের তৈলচিত্র আর জলছবি।
আমার কাছে-
প্রতিটি রোমকূপ এক একটি চোখ,
প্রতিটি রোম ভালবাসার অরন্যে
এক একটি সবুজ ঘাস;
নিত্য স্পর্শ জীয়নকাঠির মতো,
সত্যিই হৃদপিন্ড প্রেমের নিরাপদ আশ্রয়স্থল।
ছোট্ট একটা ক্যানভাস এটেছি তাতে
এঁকেছি তোমার ছবি, প্রান দিয়েছি সে ছবিতে।
হৃদপিন্ডের সাথে ফিসফিসিয়ে,
কথা চালাচালি হলো নিবিড় ভাবে।
ভালবাসার মন্ত্রগুলো ঝর্নার স্রোতের মতো
রিনরিন করে বেজে ওঠে,
বুকের ভেতর ছোট্ট জায়গা থেকে।
তুমি লেপ্টে আছো আমার স্পর্শে
যেমন করে মৌমাছি মধুচাকে মধু আহরন করে;
স্রোতস্বিনী নদী মিলিত হয় সাগরের সাথে।
বুকের ভিতর প্রতিটি জায়গাতে
এঁকে দিলাম সযত্নে অমুল্য নকশা,
বিশ্বাস যত্নেভরা প্রেমের তৈলচিত্র আর জলছবি।
আমার কাছে-
প্রতিটি রোমকূপ এক একটি চোখ,
প্রতিটি রোম ভালবাসার অরন্যে
এক একটি সবুজ ঘাস;
নিত্য স্পর্শ জীয়নকাঠির মতো,
সত্যিই হৃদপিন্ড প্রেমের নিরাপদ আশ্রয়স্থল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪খুব ভাল লাগল
-
অনিরুদ্ধ বুলবুল ২৩/১০/২০১৪কবিতা বেশ সুন্দর হয়েছে, শেষটা তো আরো ভাল।
আমার কাছে মনে হয়; কবিতার পরিসমাপ্তি যত সুন্দর হয় কবিতা তত আকর্ষণীয় ও সার্থক লেখা হয়ে ফুটে উঠে।
অভিনন্দন কবি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪খুব ভালো। এই ঝর্ণার স্রোত আছে বিষয়টি জানা ছিল না।
-
আর. কে. (র্নিবাক আমি) ২২/১০/২০১৪খুব সুন্দর. ....
-
মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪আমার মনে হয় প্রেমের নিরাপদ আশ্রয়স্থল হলো মগজ। (ব্যক্তিগত মত এটা)। কবির ভাবনা প্রসংশনীয়...
-
পার্থ সাহা ২২/১০/২০১৪nice