www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলো

শিক্ষকঃ আচ্ছা, বলতো-
আলোরবেগ
বেশি না শব্দের?
১ম ছাত্রঃ স্যার, আলোর।
শিক্ষকঃ গুড।
তা একটা উদাহরণ দাও তো?
১ম ছাত্রঃ আমরা যখন
কম্পিউটার
অন
করি তখন
আগেআলো জ্বলে কিন্তু তার অনেক পরেশব্দ
শুনতে পাই।
অতএব
আলোর বেগ শব্দের
চেয়ে বেশি। শিক্ষকঃ গর্দভ
কোথাকার! এটা কি কোন উদাহরণ হল!
এবার শিক্ষক আরেক ছাত্রের
মৌখিক
পরীক্ষা নিচ্ছেন।
শিক্ষকঃ বলতো- কার বেগ
বেশি? আলোরনা শব্দের?
২য় ছাত্রঃ স্যার, অবশ্যই
আলোর।
শিক্ষকঃ (একটু খুশি হয়ে)
তা বাবা একটা উদাহরণ
দিতে পারবা? ২য় ছাত্রঃ এই যেমন ধরেন
স্যার-
আমরা যখন মোবাইল ফোন অন
করি তখন
আগে আলো দেখি তারপর
ওয়েলকাম টিউন শুনি।
সুতরাং আলোর………
শিক্ষকঃ ভাগো, ভাগো এখান
থেকে! যত
গাধা এসে জুটেছে এখানে।
৩য় ছাত্রকে ডাকার আগে শিক্ষক
ভাবছেন আমি মনে হয়একটু
কঠিন
করে প্রশ্ন ধরছি। ঠিক
আছে এবার একটু
সহজ করে ধরি। শিক্ষকঃ ধরো,
তুমি একটা পাহাড়ের
চূড়ায় দাঁড়িয়ে আছো। এমন
সময় দূরেরএকটা পাহাড়ের
চূড়াথেকে কামানের
গোলা ছোড়া হল। তাহলে কি হবে?
তুমি গোলা ছোড়ায় যে শব্দ হল
সেটা আগে শুনতে পাবে নাকি কামানের
মাথায় যে আগুন জ্বলেছিল
সেই
আলোটা আগে দেখবে? ৩য় ছাত্রঃ (হাসতে হাসতে)
স্যার,
এটার উত্তর তো খুব সোজা।
আলো আগে দেখতে পাবো।
শিক্ষকঃ (উদ্ভাসিত চোখে)
বাহ! বাহ! এইতো পারছো। একেই
বলে মেধাবী ছাত্র।
তা বাবা, এর
ব্যাখ্যাটা কি দেবে?
৩য় ছাত্রঃ কারণ স্যার, আমার
চোখ যে কানের থেকে একটু
সামনে।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১০৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এটা খুবই ভালো লেগেছে :)
  • শূন্য ০৬/১১/২০১৪
    ওয়াও! কি মেধাবি ছাত্র
  • রেনেসাঁ সাহা ২৫/১০/২০১৪
    বেশ মজার
  • একনিষ্ঠ অনুগত ২০/১০/২০১৪
    তেমন লাগলো না...
    • সবই কি এক রকম লাগবে।
      • একনিষ্ঠ অনুগত ২১/১০/২০১৪
        হা হা... (কৌতুকের চেয়ে এ মন্তব্যটায় বেশি মজা পেলাম)
  • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
    ভাল, তবে অন্যগুলোর মত হাসাতে পারেন নি।
  • ha haa
  • আফরান মোল্লা ১৯/১০/২০১৪
    হাহাহাহাহাহ ॥হাহাহাহাহাহ ।
  • হাহাহাহহাহাাহাহা.................
 
Quantcast