প্রণয়িনী
ভোরের জানালায়
মিটিমিটি রোদ
যখন আমায়
হাতছানি
দিয়ে ডাকে;
আমি তাকে
অভিনন্দন
না জানিয়ে
স্বাগত-অভিনন্দন
জানাই
আমার প্রেয়সীকে।
সে অবগুন্ঠন ছেড়ে
আমার সামনে
হাজির
রূপের ডালা নিয়ে।
প্রতিভ সূর্যের দিকে
না তাকিয়ে
অপলক দৃষ্টিতে
অবলোকন করি
আমার প্রেয়সীকে,
আমার প্রণয়িনীকে।
মিটিমিটি রোদ
যখন আমায়
হাতছানি
দিয়ে ডাকে;
আমি তাকে
অভিনন্দন
না জানিয়ে
স্বাগত-অভিনন্দন
জানাই
আমার প্রেয়সীকে।
সে অবগুন্ঠন ছেড়ে
আমার সামনে
হাজির
রূপের ডালা নিয়ে।
প্রতিভ সূর্যের দিকে
না তাকিয়ে
অপলক দৃষ্টিতে
অবলোকন করি
আমার প্রেয়সীকে,
আমার প্রণয়িনীকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৪/১১/২০১৪বাহ্! দারুন লিখেছেন!
-
জহির খান ১৬/১০/২০১৪ভালোই.........
-
মো: হাবিবুর রহমান বাবলু ১৬/১০/২০১৪ভাল।