www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম কিভাবে মেলে

তোমার মুখোমুখি হলে
কেন জানি
জিভ আড়ষ্ট হয়ে আসে,
ত্বকের নিচে আগুনের
স্রোত বয়ে যায়।
চোখে ঝাপসা দেখি,
কানে ঝন ঝন শব্দ শুনি,
শরীরে ঘাম ঝরে
কাঁপুনি আসে;
ম্লান হয়ে যাই যেন
মাটি চাপা ঘাসের মতো।
জানতে ইচ্ছে করে
প্রেম কি যাচিলে মেলে,
না সাধিলে মেলে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পরিতোষ ভৌমিক ০৮/১১/২০১৪
    যাঁচিলে প্রেম দামী হয় ভাই
    সাধিলে হয় সস্তা > প্রেম আসে অন্তর থেকে অন্তরেই হয় দেয়া নেয়া । অনেক ভালো লাগল অনেক দিন পরতোমার লেখা পড়ে ।
    • আপনাকে অনেকদিন পর পেলাম। বেশ ভাল লাগল। বউদি কেমন আছে। অনেক ভালবাসা নিবেন।
      • পরিতোষ ভৌমিক ১৪/১১/২০১৪
        বৌদি ভাল তবে আমি ভাল নাই, কেননা আজকাল আর আমার কোন লেখা আসছে না ভাই । অনেক ধন্যবাদ জানাই ।
  • হলুদকমা ০৬/১১/২০১৪
    কবিতা মানেই বাস্তব-অবাস্তবের মিলন।
    সুন্দর কবিতা
  • মু.আমির কাসেম ০৬/১১/২০১৪
    কবিতাটি পড়ে ভালোই লাগল।অনেক অনেক ধন্যবাদ।
  • রক্তিম ০৫/১১/২০১৪
    মন্তব্য আগেই করেছি।
  • আমাকে সবচেয়ে চমৎকৃত করলো শেষের প্রশ্নটি -
    " প্রেম কি যাচিলে মেলে না সাধিলে মেলে? "

    ভালোবাসার মানুষের সামনে দাঁড়ালে যে অপ্রস্তুত বোধ জেগে ওঠে কবিতাটিতে তার চমৎকার বর্ণনা ফুটে উঠেছে কবি। অভিনন্দন।
  • প্রশ্নও আমারো... জানতে ইচ্ছে করেপ্রেম কি যাচিলে মেলে,না সাধিলে মেলে?

    ও হ্যাঁ, কবিতার জাদুতে কাবু হলাম।
  • আবিদ আল আহসান ০৩/১১/২০১৪
    nice
  • সাধিলে মেলে।।।।
  • কলিরসন্ধ্যা ৩০/১০/২০১৪
    ভাইয়া! প্রেম যাচিলেও আসে না আবার সাধিলেও আসে না,প্রেম এমন এক জিনিষ;যা আপনা-আপনিই আসে।
  • রক্তিম ৩০/১০/২০১৪
    প্রেমে পড়লে এমন হ্য়। চোখে চোখে হ্য় আবার না দেখাতেও হ্য়।
  • সুজন ২৮/১০/২০১৪
    খুব ভালো
  • প্রেম কি যাচিলে মেলে।
  • সুরজিৎ সী ২৮/১০/২০১৪
    খুব খুব খুবই ভালো লাগলো!
  • আবার পড়লাম। ভাল লাগল।।
  • আহারে বেচেরা আমার!!!!!!!
    প্রেম যাচিলেও মেলে সাধিলেও মেলে।
    ““প্রেমে ফাদ পাতা ভূবনে, কে কখন কোথায় ধরা পড়ে কে জানে।।”
  • রিলকে ২৩/১০/২০১৪
    মানবিক আদিম আবেগ|
  • আসলে ভালবাসার মানুষটির কাছে গেলে এমনি অনুভূতি সৃষ্টি হয় ।

    ভাল লাগল....
  • সুন্দর সাবলীল আকাঙ্ক্ষা ছড়ায় মনে
  • মমিনুল ইসলাম ১৭/১০/২০১৪
    অতি সহজেই মনে ধরল লেখাটি।সুন্দর।
  • ভাইয়া। ব্যপারটা ঠিক আমার মতনই হয়ে গেল।
    আমার মনের কথা কবিতা আকারে সাজানোর জন্য ধন্যবাদ।।।
  • অনিরুদ্ধ বুলবুল ১৭/১০/২০১৪
    বড়ই নার্ভাস!
    প্রেম ভালবাসায় মেলে।
    কেবল ভালবেসে যেতে হয় কিছু পাবার প্রত্যাশা করলেই সমস্যা।
  • দারুণ হয়ছে কবি
  • আবু সাইফ ১৬/১০/২০১৪
    মহত প্রেমের উদ্দেশ্য অপার্থিব হ্য়,
    তখন সে প্রেমের জন্য যাচনা ও সাধনা দুটো ই লাগে
  • জহির খান ১৬/১০/২০১৪
    খুব সুন্দার......।
  • ভাল লিখেছেন ।
  • অসমাপ্ত গল্পটি ১৬/১০/২০১৪
    real প্রেম তো তাই এই অবস্থা। ছেক খাইলে বুঝবা প্রেমের মজা।
    প্রেম করতে হলে সবার সামনে গিয়ে বলতে হবে আমি তোরে valObasi..... যদি লুকিয়ে lukiye... ছেক খাইইয়া ফান্দে পইড়া বগা কান্দেরে অবস্থা হইবো।
  • ডাক্তারের পরামর্শ নিলে ভালো হতো...................।
  • মোহাম্মদ তারেক ১৫/১০/২০১৪
    প্রেম দেখি ভয়ানক ব্যধি.....
  • দীপ ১৫/১০/২০১৪
    অনেক সুন্দর হইছে ।
  • টি আই রাজন ১৫/১০/২০১৪
    এরই নাম যে প্রেম
    এইতো ভালবাসার সুখ।
    ভাল থাকুন।
 
Quantcast