প্রেম কিভাবে মেলে
তোমার মুখোমুখি হলে
কেন জানি
জিভ আড়ষ্ট হয়ে আসে,
ত্বকের নিচে আগুনের
স্রোত বয়ে যায়।
চোখে ঝাপসা দেখি,
কানে ঝন ঝন শব্দ শুনি,
শরীরে ঘাম ঝরে
কাঁপুনি আসে;
ম্লান হয়ে যাই যেন
মাটি চাপা ঘাসের মতো।
জানতে ইচ্ছে করে
প্রেম কি যাচিলে মেলে,
না সাধিলে মেলে?
কেন জানি
জিভ আড়ষ্ট হয়ে আসে,
ত্বকের নিচে আগুনের
স্রোত বয়ে যায়।
চোখে ঝাপসা দেখি,
কানে ঝন ঝন শব্দ শুনি,
শরীরে ঘাম ঝরে
কাঁপুনি আসে;
ম্লান হয়ে যাই যেন
মাটি চাপা ঘাসের মতো।
জানতে ইচ্ছে করে
প্রেম কি যাচিলে মেলে,
না সাধিলে মেলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ০৮/১১/২০১৪
-
হলুদকমা ০৬/১১/২০১৪কবিতা মানেই বাস্তব-অবাস্তবের মিলন।
সুন্দর কবিতা -
মু.আমির কাসেম ০৬/১১/২০১৪কবিতাটি পড়ে ভালোই লাগল।অনেক অনেক ধন্যবাদ।
-
রক্তিম ০৫/১১/২০১৪মন্তব্য আগেই করেছি।
-
কৌশিক আজাদ প্রণয় ০৫/১১/২০১৪আমাকে সবচেয়ে চমৎকৃত করলো শেষের প্রশ্নটি -
" প্রেম কি যাচিলে মেলে না সাধিলে মেলে? "
ভালোবাসার মানুষের সামনে দাঁড়ালে যে অপ্রস্তুত বোধ জেগে ওঠে কবিতাটিতে তার চমৎকার বর্ণনা ফুটে উঠেছে কবি। অভিনন্দন। -
জমাতুল ইসলাম পরাগ ০৪/১১/২০১৪প্রশ্নও আমারো... জানতে ইচ্ছে করেপ্রেম কি যাচিলে মেলে,না সাধিলে মেলে?
ও হ্যাঁ, কবিতার জাদুতে কাবু হলাম। -
আবিদ আল আহসান ০৩/১১/২০১৪nice
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৩/১১/২০১৪সাধিলে মেলে।।।।
-
কলিরসন্ধ্যা ৩০/১০/২০১৪ভাইয়া! প্রেম যাচিলেও আসে না আবার সাধিলেও আসে না,প্রেম এমন এক জিনিষ;যা আপনা-আপনিই আসে।
-
রক্তিম ৩০/১০/২০১৪প্রেমে পড়লে এমন হ্য়। চোখে চোখে হ্য় আবার না দেখাতেও হ্য়।
-
সুজন ২৮/১০/২০১৪খুব ভালো
-
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) ২৮/১০/২০১৪প্রেম কি যাচিলে মেলে।
-
সুরজিৎ সী ২৮/১০/২০১৪খুব খুব খুবই ভালো লাগলো!
-
মুহা, লুকমান রাকীব ২৭/১০/২০১৪আবার পড়লাম। ভাল লাগল।।
-
মুহা, লুকমান রাকীব ২৬/১০/২০১৪আহারে বেচেরা আমার!!!!!!!
প্রেম যাচিলেও মেলে সাধিলেও মেলে।
““প্রেমে ফাদ পাতা ভূবনে, কে কখন কোথায় ধরা পড়ে কে জানে।।” -
রিলকে ২৩/১০/২০১৪মানবিক আদিম আবেগ|
-
আর. কে. (র্নিবাক আমি) ২২/১০/২০১৪আসলে ভালবাসার মানুষটির কাছে গেলে এমনি অনুভূতি সৃষ্টি হয় ।
ভাল লাগল.... -
মোঃইস্রাফিল হোসেন ১৯/১০/২০১৪সুন্দর সাবলীল আকাঙ্ক্ষা ছড়ায় মনে
-
মমিনুল ইসলাম ১৭/১০/২০১৪অতি সহজেই মনে ধরল লেখাটি।সুন্দর।
-
মুহা, লুকমান রাকীব ১৭/১০/২০১৪ভাইয়া। ব্যপারটা ঠিক আমার মতনই হয়ে গেল।
আমার মনের কথা কবিতা আকারে সাজানোর জন্য ধন্যবাদ।।। -
অনিরুদ্ধ বুলবুল ১৭/১০/২০১৪বড়ই নার্ভাস!
প্রেম ভালবাসায় মেলে।
কেবল ভালবেসে যেতে হয় কিছু পাবার প্রত্যাশা করলেই সমস্যা। -
মেহেদী হাসান (নয়ন) ১৭/১০/২০১৪দারুণ হয়ছে কবি
-
আবু সাইফ ১৬/১০/২০১৪মহত প্রেমের উদ্দেশ্য অপার্থিব হ্য়,
তখন সে প্রেমের জন্য যাচনা ও সাধনা দুটো ই লাগে -
জহির খান ১৬/১০/২০১৪খুব সুন্দার......।
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/১০/২০১৪ভাল লিখেছেন ।
-
অসমাপ্ত গল্পটি ১৬/১০/২০১৪real প্রেম তো তাই এই অবস্থা। ছেক খাইলে বুঝবা প্রেমের মজা।
প্রেম করতে হলে সবার সামনে গিয়ে বলতে হবে আমি তোরে valObasi..... যদি লুকিয়ে lukiye... ছেক খাইইয়া ফান্দে পইড়া বগা কান্দেরে অবস্থা হইবো। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/১০/২০১৪ডাক্তারের পরামর্শ নিলে ভালো হতো...................।
-
মোহাম্মদ তারেক ১৫/১০/২০১৪প্রেম দেখি ভয়ানক ব্যধি.....
-
দীপ ১৫/১০/২০১৪অনেক সুন্দর হইছে ।
-
টি আই রাজন ১৫/১০/২০১৪এরই নাম যে প্রেম
এইতো ভালবাসার সুখ।
ভাল থাকুন।
সাধিলে হয় সস্তা > প্রেম আসে অন্তর থেকে অন্তরেই হয় দেয়া নেয়া । অনেক ভালো লাগল অনেক দিন পরতোমার লেখা পড়ে ।