www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কামনার দেবী

হে আমার
কামনার দেবী,
তোমার সুখের পায়রা
বন্দী আমার খাঁচায়,
তোমার সোনালী স্বপ্নের
দীর্ঘমেয়াদি ইজারা নিয়েছি।
ভারাক্রান্ত-উদ্ভট রূপ রস
ছন্দ তালের দোলাচলে,
তোমাকে আমৃত‌্যু নাচাব
আমার খেয়ালিপনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সে কি কেবলই কামনার দেবী?
    শুধুমাত্র কামনার দেবী বললে কবিতার "আমি " চরিত্রটি অনেক বেশী সংকোচিত মনোভাবের পরিচয় দেয়। আর যদি কামনার দেবী শুধু কামনার না হয়ে হৃদয়ের দেবী হয়, কল্পচারিণী, স্বপ্নচারিণী , তন্দ্রাহরণী হয় তবে প্রেমিক সকল প্রেমিকদের প্রতিনিধিত্ব করতো। কবিতাটি অনেক ভালো হয়েছে।
  • রাসেল মিয়া ১৩/১০/২০১৪
    খুব ভালো লাগলো
  • খুব সুন্দর হয়েছে।
  • পার্থ সাহা ১৩/১০/২০১৪
    valo laglo
 
Quantcast