www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের চিরাচরিত ভালবাসার

গতরাতে তুমি এলে আমার ঘরে
আমি তখন ঘুমিয়ে একা বিছানায়
তুমি আলতো স্পর্শে অামায় ছুয়ে দিলে
আমি চোখ মেলে তোমায় দেখলাম
সত্যি না স্বপ্নে
তোমার ধুসর পরিপ্রেক্ষিতের আলোয় উদ্ভাসিত শরীর
আপেলের মত কপাল,
সরুকটি, নিলাদ্রী নিতম্ব,
নীল কমলের মত তলপেট
তোমার উজ্জ্বল মাতাল চোখ
গোলাপী, হালকা কম্পিত একজোড়া ঠোট
মুহুর্তের মধ্যে ঝলসে উঠা
পাগল করা রহস্যময় বাকা হাসি

কেমন যেন করলে তুমি আমার সাথে
তুমি নিজেই আহ্বান করলে কাছে যাবার
আমি এগিয়ে গেলাম দুর্বার আশা নিয়ে
কামের অনুভুতি আমাকে বশীভুত করল যখন
তখন তুমি নিষেধ করলে
শুধু নিষেধই করলে না
একেবারে তর্জনী উচিয়ে
শাসন করে রাখলে সর্বক্ষন
স্বপ্নে তো আমাকে একটু স্বস্থি দাও

এটাই তোমার স্বভাব
কি বাস্তবে কি স্বপ্নে
তুমি যদি বলো ভালোবাসি অথচ
আমি কেন জানি শুনি কেমন আছি।
আমি যদি বলি
তোমাকে পাগলের মত ভালবাসি অথচ
তুমি শুনলে পাগল সামনে দেখছি

এই ছিল তোমার আমার দ্বন্ধ
এবং আমাদের চিরাচরিত ভালবাসার
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Jibon FS ১০/১০/২০১৪
    hehehe. . Valo e laglo.
  • চমৎকার লিখেছেন কবি অনেক ভাল লাগলো।
    ছুয়ে > ছু্ঁয়ে
    ধুসর > ধূসর
    ঠোট > ঠোঁট
    বাকা > বাঁকা
    দ্বন্ধ >দ্বন্দ্ব
  • শিমুল শুভ্র ১০/১০/২০১৪
    বড় ভালো কবিতা ,
    অসাধারণ
  • সাইদুর রহমান ১০/১০/২০১৪
    অসাধারণ।
    শুভেচ্ছা রইলো।
  • ভাল
  • পার্থ সাহা ১০/১০/২০১৪
    sundor hoece
  • আফরান মোল্লা ১০/১০/২০১৪
    দারুণ!!
 
Quantcast