দুঃখ দেবার আয়োজন
বহুদিন পর পর
সুখগুলো কাছে এলে
মানব মানবীর উদোম নৃত্য দেখে
পৃথিবীর পুরোনো স্মৃতি মনে পড়ে
একি নতুন করে
আবার কোন
দুঃখ দেয়ার আয়োজন
স্মৃতির বেভুলো পথে
তোমার একান্ত আলিঙ্গনে
কাছের মানুষগুলো হটাৎ করে
কেমন যেন চেনা থেকে
একদম অচেনা হয়ে যায়
রাতের তারাগুলোর সাথে
একান্তে কথা হলে
সহজেই বোঝা যায়যে
কত শত মানুষ পৃথিবীতে
করেছে আত্মহত্যা
মানুষের কেন এত প্রিয় হয়ে উঠে
সুখগুলো কাছে এলে
মানব মানবীর উদোম নৃত্য দেখে
পৃথিবীর পুরোনো স্মৃতি মনে পড়ে
একি নতুন করে
আবার কোন
দুঃখ দেয়ার আয়োজন
স্মৃতির বেভুলো পথে
তোমার একান্ত আলিঙ্গনে
কাছের মানুষগুলো হটাৎ করে
কেমন যেন চেনা থেকে
একদম অচেনা হয়ে যায়
রাতের তারাগুলোর সাথে
একান্তে কথা হলে
সহজেই বোঝা যায়যে
কত শত মানুষ পৃথিবীতে
করেছে আত্মহত্যা
মানুষের কেন এত প্রিয় হয়ে উঠে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ০৯/১০/২০১৪অনেক দিন পরে আবার আপনার কবিতা পড়লাম অনেক ভাল লাগ্লো ।
-
স্বপন রোজারিও(১) ০৯/১০/২০১৪ভালো হয়েছে। এগিয়ে যান।
-
মো: হাবিবুর রহমান বাবলু ০৯/১০/২০১৪ভাই অনেকদিন পর আপনাকে পেলাম। ভাল লাগল। বানানের ক্ষেত্রে আরেকটু যত্মবান হলে ভাল হয়। কিছু মনে করবেন না। ভাল থাকেন।
-
আফরান মোল্লা ০৯/১০/২০১৪ভাল লাগলো অনেক