ঈদ নিয়ে আমি
ঈদের আনন্দ অতিশয্যে অামি ফিরে পেতে চাই
যেখানে আমার শৈশব কৈশোরের উৎসধারা
শুরু হয়েছিল যেখান থেকে জীবনের দিন গোনা
মহামিলনের আয়োজনে বিস্তৃত হয়েছে
নতুন জীবনের সাফল্যগাঁথা
শহরের সেই ধুলোমাখা পথে প্রান্তরে
যাবার জন্য মনটা সবসময় অানচান করে।
লম্বা দীর্ঘকষ্টের পাহাড় ডিঙ্গিয়ে
পুঞ্জিভুত সব ঝামেলাকে দুরে সড়িয়ে
আনন্দের সাম্পান ভেড়াতে চাই
আমার পরিচিত ব্রক্ষপূত্রের বুকে।
আমি যেতে চাই জোনাকি-ঝিঁঝিঁপোকার মাঝে
যেখানে নারিকেল গাছগুলো দাড়িয়ে অাছে
অতিচেনা সে পথঘাট, আড্ডা, পার্কের সরু রাস্তাধরে
বাতাস বইছে পাল্লা দিয়ে নদীর কিনারায় ঘাসের ডগা দুলছে।
গাছের ডালে পাখিগুলো কিঁচির মিচির করছে
যেখানে রয়েছে হৃদয়ের সখা, আমার আত্মীয়স্বজন
দুর অন্ধকার থেকে ঘরগুলোতে দেখা যায় বাতির আলো
যেন মানবাত্মার সমাহার।
আমি যেতে চাই
সরু রাস্তাগুলো পেরিয়ে
পশ্চিমমুখী আমার বিশাল দোতালা বাড়ীতে
যেখানে আমার মা পথ চেয়ে আছে।
লম্বা লনে ঘাসগুলো নাচছে, গাছগুলো দুলছে
সারি সারি বাড়ি গুলোর শোভা, সবার মুখে আনন্দের হাসি,
এ সুযোগে সবার সাথে কুলোকুলি, শুধু অশ্রুসজল মার চাহনিতে
সবি ফিকে-বিবর্ণ শুধু মূল্যবান সন্তানের মমতামাখা মুখ।
যেখানে আমার শৈশব কৈশোরের উৎসধারা
শুরু হয়েছিল যেখান থেকে জীবনের দিন গোনা
মহামিলনের আয়োজনে বিস্তৃত হয়েছে
নতুন জীবনের সাফল্যগাঁথা
শহরের সেই ধুলোমাখা পথে প্রান্তরে
যাবার জন্য মনটা সবসময় অানচান করে।
লম্বা দীর্ঘকষ্টের পাহাড় ডিঙ্গিয়ে
পুঞ্জিভুত সব ঝামেলাকে দুরে সড়িয়ে
আনন্দের সাম্পান ভেড়াতে চাই
আমার পরিচিত ব্রক্ষপূত্রের বুকে।
আমি যেতে চাই জোনাকি-ঝিঁঝিঁপোকার মাঝে
যেখানে নারিকেল গাছগুলো দাড়িয়ে অাছে
অতিচেনা সে পথঘাট, আড্ডা, পার্কের সরু রাস্তাধরে
বাতাস বইছে পাল্লা দিয়ে নদীর কিনারায় ঘাসের ডগা দুলছে।
গাছের ডালে পাখিগুলো কিঁচির মিচির করছে
যেখানে রয়েছে হৃদয়ের সখা, আমার আত্মীয়স্বজন
দুর অন্ধকার থেকে ঘরগুলোতে দেখা যায় বাতির আলো
যেন মানবাত্মার সমাহার।
আমি যেতে চাই
সরু রাস্তাগুলো পেরিয়ে
পশ্চিমমুখী আমার বিশাল দোতালা বাড়ীতে
যেখানে আমার মা পথ চেয়ে আছে।
লম্বা লনে ঘাসগুলো নাচছে, গাছগুলো দুলছে
সারি সারি বাড়ি গুলোর শোভা, সবার মুখে আনন্দের হাসি,
এ সুযোগে সবার সাথে কুলোকুলি, শুধু অশ্রুসজল মার চাহনিতে
সবি ফিকে-বিবর্ণ শুধু মূল্যবান সন্তানের মমতামাখা মুখ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ০৮/১০/২০১৪ভালো
-
ইসমাইল জসীম ০৮/১০/২০১৪ভালো লাগলো। ঈদ মোবারক ।
-
ইমন শরীফ ০৮/১০/২০১৪Exilent
-
স্বপন রোজারিও(১) ০৭/১০/২০১৪চমৎকার হয়েছে।
-
আফরান মোল্লা ০৭/১০/২০১৪বাহ্!খুব ভাল লাগলো॥
-
মনিরুজ্জামান শুভ্র ০৭/১০/২০১৪সুন্দর লিখনি ।