দুজনের প্রেম দুজনের ভালবাসা
তোমার যৌবনের সাথে
দু'দিনের জন্য
অন্ধের মতো
সন্ধি করার কোন
ইচ্ছে আমার নেই।
বৃৃক্ষের গোড়ায়
না চড়ে
লাফ দিয়ে
মগডালে চড়ার
মতো প্রেমিক,
কিন্তু আমি নই।
এক চড়ুইয়ের
ডাকাডাকিতে
কোনদিন যেমন
গ্রীস্ম আসেনা;
আবার সুন্দর
পালক হলেই
কিন্তু তাকে
পাখি বলা যায়না।
দুজনের ভালবাসায়
জন্ম নিবে
নতুন সবুজ
চারা গাছ;
দুজনের প্রেমেই
অঙ্কুরিত হবে
আনন্দবেদনার
মহাকাব্য।
দু'দিনের জন্য
অন্ধের মতো
সন্ধি করার কোন
ইচ্ছে আমার নেই।
বৃৃক্ষের গোড়ায়
না চড়ে
লাফ দিয়ে
মগডালে চড়ার
মতো প্রেমিক,
কিন্তু আমি নই।
এক চড়ুইয়ের
ডাকাডাকিতে
কোনদিন যেমন
গ্রীস্ম আসেনা;
আবার সুন্দর
পালক হলেই
কিন্তু তাকে
পাখি বলা যায়না।
দুজনের ভালবাসায়
জন্ম নিবে
নতুন সবুজ
চারা গাছ;
দুজনের প্রেমেই
অঙ্কুরিত হবে
আনন্দবেদনার
মহাকাব্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৬/১০/২০১৪
-
সুব্রত সামন্ত (বুবাই) ০৬/১০/২০১৪কেমন আছেন দাদাভাই ? আপনার কবিতাটি পড়লাম ভালো লাগল। ভালো থাকবেন।
-
সফিউল্লাহ আনসারী ০৬/১০/২০১৪ভাল লাগল !
:) -
স্বপন শর্মা ০৬/১০/২০১৪চমৎকার...
-
আফরান মোল্লা ০৬/১০/২০১৪দারুণ লেগেছে!!
কেমন আছেন ?
ঈদ মোবারক।