www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেকলেস

স্ত্রী :- হ্যালো!
:স্বামী :- হ্যালো!
:স্ত্রী :- অফিস ছুটি হইছে না?
এত দেরি কেন? তুমি কই?
:স্বামী :-তোমার কি মনে আছে
গত ঈদে তুমি একটা নেকলেস
পছন্দ করেছিলে।
:স্ত্রী :- (খুশিতে লুতুপুতু হয়ে) হ্
জান মনে আছে।
কেনো জানু?
:স্বামী :-
তুমি বলেছিলে ওটা কেনার জন্য
তোমার
অনেকশখ।
:স্ত্রী :- হুম !তোমার
মনে আছে তাহলে।
:স্বামী :- মনে আছে দোকানদার
অনেক দাম চেয়েছিল?
:স্ত্রী :- হুম !
:স্বামী :- এত টাকা আমার
কাছে ছিল না।
:স্ত্রী :- হুম।
:স্বামী :-বলে ছিলাম
পরে কিনে দিবো।
:স্ত্রী :-হ্যাঁ।
:স্বামী :- আরে ঐ যে নিচ তলার
বড়দোকানটা।
:স্ত্রী :-
আরে বাবা মনে আছে তো। .....
:স্বামী :- আমি ওই
দোকানের
পাশের ছোট চায়ের
দোকানে বসে চা খাচ্ছি.!!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১০৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তরুণ কান্তি ০৪/০৭/২০১৮
    অতি উত্তম!! অসাধারন!!
  • রক্তিম ০৫/১১/২০১৪
    জীবন বোধ এমন ধারা বয় যখন তখন এমনি করে বয়
  • অসমাপ্ত গল্পটি ১৪/১০/২০১৪
    হাসতে হাসতে পেট ব্যাথা হইয়া গেছে।
  • হাহাহহাহা,,,,,,,,,,,,.............
  • সাইদুর রহমান ০৩/১০/২০১৪
    সুন্দর কৌতুক।।
    ঈদ মোবারক।
  • ০৩/১০/২০১৪
    হাহাহা......... মজা পেলাম ।
 
Quantcast