নিভৃত পূজারী
মন্দিরের ঘন্টাধ্বনি
বাজাবে কে?
কে বাজাবে
শঙ্খ ধ্বনি?
কে করবে বন্টন
পূজোর প্রসাদ?
আমি তো নিভৃত পূজারী।
হে আমার মানুষ্যদেবী,
তুমি ছাড়া ধর্মকর্ম;
পূজোর আয়োজন যে,
হবে না নিষ্পন্ন;
আমার শত আয়োজন
আজ অন্তঃসারশূন্য।
বাজাবে কে?
কে বাজাবে
শঙ্খ ধ্বনি?
কে করবে বন্টন
পূজোর প্রসাদ?
আমি তো নিভৃত পূজারী।
হে আমার মানুষ্যদেবী,
তুমি ছাড়া ধর্মকর্ম;
পূজোর আয়োজন যে,
হবে না নিষ্পন্ন;
আমার শত আয়োজন
আজ অন্তঃসারশূন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০১/১০/২০১৪খুব ভালো লাগল
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১০/২০১৪নিভৃত পুজারি গোপনে চালিয়ে যাবে পুজা।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ৩০/০৯/২০১৪খুব ভাল লেখা।
-
শিমুদা ৩০/০৯/২০১৪নিভৃত পূজারী ভাল লাগল কবি
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/০৯/২০১৪কেমন যেন শূন্য শূন্য লাগলো। বিয়োগান্তক কিছু কি কবি?
-
আপন দে অপু ৩০/০৯/২০১৪অনেক ভালো লাগল