বিধাতার ইচ্ছে
ইদানিং আমার চেনা স্বপ্নগুলো
বিষন্নতার দিকে ধাবিত হয়ে,
ইচ্ছের উল্টাোপিঠে আকাঙ্খার মৃত্যু ঘটাচ্ছে,
আশার আলোগুলো নক্ষত্রের মত
এদিক ওদিক ছুটোছুটি করছে।
কেন জানি কাঙ্খিত গন্তব্য অনেক দুরে,
চাওয়া-পাওয়ার অমিল দূরত্বে দাড়িয়ে,
হিমালয়ের চূড়াটা মাঝে মাঝে-
ছায়া মানবীর মতো,
হাতছানি দিয়ে ডাকছে।
আমি বারবার ফিরে যেতে চাই
আপন বলয়ের মাঝে,
নিজের শেকড়ের কাছে,
নিজস্ব বৃত্তের কেন্দ্রবিন্দুতেই,
আমি আমার অবস্থান-
পাকাপোক্ত করতে চাই।
কিন্তু হায়!
ডানে তাকালে বামে দেখি না,
উপরে তাকালে নিচে দেখি না,
সামনের দৃষ্টিতে পিছনের দৃশ্যগুলো,
অজানাই থেকে যায়,
আমরা চাই এক, আর বিধাতার ইচ্ছে আরেক!
বিষন্নতার দিকে ধাবিত হয়ে,
ইচ্ছের উল্টাোপিঠে আকাঙ্খার মৃত্যু ঘটাচ্ছে,
আশার আলোগুলো নক্ষত্রের মত
এদিক ওদিক ছুটোছুটি করছে।
কেন জানি কাঙ্খিত গন্তব্য অনেক দুরে,
চাওয়া-পাওয়ার অমিল দূরত্বে দাড়িয়ে,
হিমালয়ের চূড়াটা মাঝে মাঝে-
ছায়া মানবীর মতো,
হাতছানি দিয়ে ডাকছে।
আমি বারবার ফিরে যেতে চাই
আপন বলয়ের মাঝে,
নিজের শেকড়ের কাছে,
নিজস্ব বৃত্তের কেন্দ্রবিন্দুতেই,
আমি আমার অবস্থান-
পাকাপোক্ত করতে চাই।
কিন্তু হায়!
ডানে তাকালে বামে দেখি না,
উপরে তাকালে নিচে দেখি না,
সামনের দৃষ্টিতে পিছনের দৃশ্যগুলো,
অজানাই থেকে যায়,
আমরা চাই এক, আর বিধাতার ইচ্ছে আরেক!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১০/২০১৪মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন।
-
আবু সাহেদ সরকার ০১/১০/২০১৪বেশ সুন্দর লাগলো।
-
শিমুদা ০১/১০/২০১৪বেশ ভাল লাগ কবিতা