পূজোর সময়
আমার সাজানো ভোরের
বাগান বৃন্ত থেকে,
আলাদা করেছি
পছন্দের সব ফুলগুচ্ছ।
তা দিয়ে সাজিয়েছি মনের
মত করে পূজোর ডালা,
আমার পূজোর সময় যে চলে যায়;
পূজারিণীর কান্না থামানো দায়
বাগান বৃন্ত থেকে,
আলাদা করেছি
পছন্দের সব ফুলগুচ্ছ।
তা দিয়ে সাজিয়েছি মনের
মত করে পূজোর ডালা,
আমার পূজোর সময় যে চলে যায়;
পূজারিণীর কান্না থামানো দায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/০৯/২০১৪ভালোবাসা দিয়ে পূজার অর্ঘ্য গড়লেন কবি। অসাধারণ।
-
মনিরুজ্জামান শুভ্র ২৯/০৯/২০১৪ভাল লাগলো।