ডিজিটাল জঙ্গল
এক জঙ্গলের গল্প বলি সবাই মন দিয়ে পড়।
এ জঙ্গলে সবাই একটু ভিন্ন ধাঁচের জীবন যাপন করে।
হাজার হোক বর্তমান ডিজিটাল যুগ তাই তার ইফেক্ট
সব জায়গায় পড়বে এটাই তাে স্বাভাবিক তাই নয় কি?
আর এ জন্যই সব কিছু বদলে গেছে, সেই সাথে সবার সাথে সবার শুসম্পর্ক্ক হয়েছে। যা এককালে ছিল অসম্ভব।
আর তাই এ ডিজিটাল যুগে সকলের মাঝে আছে এক অদ্ভুত ভাব এবং মিল কেমন সে ভাব? আর কেনই বা এমন?
তা একটু পরখ করে দেখুন। যা বলছিলাম
সেই জঙ্গলে এক চিতা বসে বসে মনের আনন্দে
অায়েশ করে বিড়ি ফুকছিল,
এক ইঁদুর এসে বলেঃ “চিতা ভাই নেশা ছাইড়া দেও,
নেশা মানেই মরন, আমার সাথে আস দেখ এই প্রকৃতি,
এই পরিবেশ বিশেষ করে আমাদের এই জঙ্গল কত সুন্দর।
”চিতার মনে হল সত্যিই তো তাই ইদুর ঠিক কথা বলেছে।
তাই দুরে ছুড়ে ফেলল বিড়ি বলল, চল ঘুরে দেখি সৌন্দর্য।
চিতা ইদুরের সাথে যেতে লাগলো; আর প্রকৃতি দেখতে লাগল।
সামনে দেখল এক হাতি ইয়াবা খাচ্ছে, ইঁদুর হাতিকেও একই কথা বলল, হাতিও বলল ঠিক আছে আজ থেকে সব বাদ।
এর পর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো। সামনে গিয়ে দেখে এক গন্ডার ডাইল খাচ্ছে, তখন তারা গন্ডার কে বোঝালো, গন্ডার ও চলতে শুরু করলো। সামনে যাওয়ার পর দেখল রাজা মশাই তার চেম্বারে বসে আছে সামনে মদের বোতল আর গ্লাস।
বোতল থেকে বাঘ হুইস্কি ঢালছে আর আয়েশ করে খাচ্ছে। ইঁদুর তাকেও একই কথা বলার সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস... রেখে ইদুরকে দিল কষাইয়া এক থাপ্পড়!!
আরও মারতে উদয় হচ্ছিল সবাই থামালো হাতি, গন্ডার, চিতা তো অবাক! "বেচারাকে মারলা কেন শুধু শুধু??" , , , , ,
বাঘঃ এই হারামজাদা গত কাল গাঁজা খাইয়া আমারে এই জঙ্গলে নিয়া ৩ ঘণ্টা ঘুরাইছে!!! আজকেও গাঁজা খাইয়া তোদেরে ঘুরাচ্ছে।
এ জঙ্গলে সবাই একটু ভিন্ন ধাঁচের জীবন যাপন করে।
হাজার হোক বর্তমান ডিজিটাল যুগ তাই তার ইফেক্ট
সব জায়গায় পড়বে এটাই তাে স্বাভাবিক তাই নয় কি?
আর এ জন্যই সব কিছু বদলে গেছে, সেই সাথে সবার সাথে সবার শুসম্পর্ক্ক হয়েছে। যা এককালে ছিল অসম্ভব।
আর তাই এ ডিজিটাল যুগে সকলের মাঝে আছে এক অদ্ভুত ভাব এবং মিল কেমন সে ভাব? আর কেনই বা এমন?
তা একটু পরখ করে দেখুন। যা বলছিলাম
সেই জঙ্গলে এক চিতা বসে বসে মনের আনন্দে
অায়েশ করে বিড়ি ফুকছিল,
এক ইঁদুর এসে বলেঃ “চিতা ভাই নেশা ছাইড়া দেও,
নেশা মানেই মরন, আমার সাথে আস দেখ এই প্রকৃতি,
এই পরিবেশ বিশেষ করে আমাদের এই জঙ্গল কত সুন্দর।
”চিতার মনে হল সত্যিই তো তাই ইদুর ঠিক কথা বলেছে।
তাই দুরে ছুড়ে ফেলল বিড়ি বলল, চল ঘুরে দেখি সৌন্দর্য।
চিতা ইদুরের সাথে যেতে লাগলো; আর প্রকৃতি দেখতে লাগল।
সামনে দেখল এক হাতি ইয়াবা খাচ্ছে, ইঁদুর হাতিকেও একই কথা বলল, হাতিও বলল ঠিক আছে আজ থেকে সব বাদ।
এর পর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো। সামনে গিয়ে দেখে এক গন্ডার ডাইল খাচ্ছে, তখন তারা গন্ডার কে বোঝালো, গন্ডার ও চলতে শুরু করলো। সামনে যাওয়ার পর দেখল রাজা মশাই তার চেম্বারে বসে আছে সামনে মদের বোতল আর গ্লাস।
বোতল থেকে বাঘ হুইস্কি ঢালছে আর আয়েশ করে খাচ্ছে। ইঁদুর তাকেও একই কথা বলার সাথে সাথে বাঘ হুইস্কির গ্লাস... রেখে ইদুরকে দিল কষাইয়া এক থাপ্পড়!!
আরও মারতে উদয় হচ্ছিল সবাই থামালো হাতি, গন্ডার, চিতা তো অবাক! "বেচারাকে মারলা কেন শুধু শুধু??" , , , , ,
বাঘঃ এই হারামজাদা গত কাল গাঁজা খাইয়া আমারে এই জঙ্গলে নিয়া ৩ ঘণ্টা ঘুরাইছে!!! আজকেও গাঁজা খাইয়া তোদেরে ঘুরাচ্ছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪হা হা... বাহ।। বাহ।।
-
শূন্য ৩০/০৯/২০১৪হা হা হা
কৌতুক লেখাতে আপনার হাত কিন্তু দারুন -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/০৯/২০১৪হায়রে নেশাখোর! ভালো হয়েছে.................
-
স্বপন শর্মা ২৮/০৯/২০১৪ভালো লাগল ......