রূপের লাবন্য
আমি,
বিশ্বাস করি,
কোন একপবিত্র রজনীতে,
একজন নারী
ছাইয়ের ভেতর থেকে,
প্রবল কুয়াশার
আবরন হতে,
মেঘাচ্ছন্ন আকাশের
কালো ঘনঘটা থেকে,
ফিনিক্স পাখির মতো
পাখা মেলে উড়ে আসবে।
আকাশ সীমানা,
মেঘের বাতাসের স্তর থেকে,
ছিটকে বের হবে
তার রূপের লাবন্য,
যা দেখে
মুগ্ধ হবে
সৃষ্টির সকল প্রানীকুল।
বিশ্বাস করি,
কোন একপবিত্র রজনীতে,
একজন নারী
ছাইয়ের ভেতর থেকে,
প্রবল কুয়াশার
আবরন হতে,
মেঘাচ্ছন্ন আকাশের
কালো ঘনঘটা থেকে,
ফিনিক্স পাখির মতো
পাখা মেলে উড়ে আসবে।
আকাশ সীমানা,
মেঘের বাতাসের স্তর থেকে,
ছিটকে বের হবে
তার রূপের লাবন্য,
যা দেখে
মুগ্ধ হবে
সৃষ্টির সকল প্রানীকুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/১০/২০১৪সুন্দর
-
মোহাম্মদ তারেক ২৮/০৯/২০১৪ভাল লাগল....
-
মোঃওবায় দুল হক ২৮/০৯/২০১৪Nice
-
কৌশিক আজাদ প্রণয় ২৮/০৯/২০১৪আর তার আগমনের চমৎকার রূপ কবি যেভাবে বর্ণনা করলেন তাতে মুগ্ধ হলো পাঠক। তবে সেই ফিনিক্স কি আবার ভস্ম হবে তারপর আবার জাগবে?
-
সহিদুল হক ২৮/০৯/২০১৪দারুন ভাবনা।
শুভ কামনা নিরন্তর। -
আর. কে. (র্নিবাক আমি) ২৭/০৯/২০১৪কবিতায় কবির ভাবনাগুলো চরম ।।
জেগে কবিতা পড়ে সার্থক ।। -
স্বপন রোজারিও(১) ২৭/০৯/২০১৪সুন্দর হয়েছে। ধন্যবাদ।
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/০৯/২০১৪চমৎকার লাগলো
-
বেনামী পত্তনদার ২৭/০৯/২০১৪অসাধারণ