সিঁথির সিঁদুর
প্রকৃতির বিচিত্র খেয়ালে,
হঠাৎ
অশনি সংকেতে
কোন নারীর
সিঁথির সিঁদুর মুছে গেলে,
সে আর নারী থাকে না,
হয়ে যায় সর্বস্ব খোয়া এক রমনী,
লোলুভ দৃষ্টিতে সব হায়েনার চোখ
জ্বল জ্বল করে,
কামনার লালসার লালা
জিভ বেয়ে গড়িয়ে পড়ে,
যেন হয়ে যায় বেশ্যা, ভবঘুরে।
উদভ্রান্তের মতো তার চলাফেরা,
জীবনের লাল সিগন্যালে
প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে।
প্রতিবাদী বিদীর্ণ
চিৎকারে
নারী হয়ে উঠে
জলন্ত অগ্নিশিখা,
রূপ নেয় কালো রঙের,
ছাইয়ের ভিতর
পৌরানিক ফিনিক্স পাখি,
পুরুষবিদ্বেষী
আন্দোলনের বর্শাফলক।
হঠাৎ
অশনি সংকেতে
কোন নারীর
সিঁথির সিঁদুর মুছে গেলে,
সে আর নারী থাকে না,
হয়ে যায় সর্বস্ব খোয়া এক রমনী,
লোলুভ দৃষ্টিতে সব হায়েনার চোখ
জ্বল জ্বল করে,
কামনার লালসার লালা
জিভ বেয়ে গড়িয়ে পড়ে,
যেন হয়ে যায় বেশ্যা, ভবঘুরে।
উদভ্রান্তের মতো তার চলাফেরা,
জীবনের লাল সিগন্যালে
প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে।
প্রতিবাদী বিদীর্ণ
চিৎকারে
নারী হয়ে উঠে
জলন্ত অগ্নিশিখা,
রূপ নেয় কালো রঙের,
ছাইয়ের ভিতর
পৌরানিক ফিনিক্স পাখি,
পুরুষবিদ্বেষী
আন্দোলনের বর্শাফলক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ২৭/০৯/২০১৪সুন্দর হয়েছে
-
মনিরুজ্জামান শুভ্র ২৭/০৯/২০১৪চমৎকার লাগলো ।
-
মুহাম্মাদ শরীফুজ্জামান ২৭/০৯/২০১৪ভাল লাগা থাকল কবি। ভাল থাকবেন।
-
মোহাম্মদ তারেক ২৭/০৯/২০১৪প্রকৃতির বিচিত্র খেয়ালে সর্বস্ব খোয়া কোন রমণী মানেই বেশ্যার পর্যায়ভুক্ত, আপনার কবিতা অবশ্য সে ইঙ্গিত করে না, সমাজের কিছু অংশ তাদের উচ্ছিট্ট মনে করে। প্রতিবাদী হওয়া কর্তব্য....ভাল থাকুন কবি।
-
আবু সাহেদ সরকার ২৭/০৯/২০১৪বেশ মজার প্রকাশ কবি।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০৯/২০১৪ভাঙ্গতে হবে বাধ। ভালো প্রতিবাদি লেখা ।
-
আর. কে. (র্নিবাক আমি) ২৬/০৯/২০১৪ভাল লাগা রেখে গেলুম ।।।
-
মাসুম মুনাওয়ার ২৬/০৯/২০১৪ভাল লাগ্লো