একটা ছবি
একটা ছবি
- মঞ্জুর হোসেন মৃদুল
পূর্নিমা রাত,
জোৎস্না ভরা।
নিঝুম চারিদিক,
মায়ার জালে ঘেরা।
চারদিক উজ্জ্বল
মিষ্টি আলোর হাতছানি,
রানী দীঘির পাড়ে বসে
দেখছি আলো আধাঁরির খেলা।
জোৎস্না স্নান করছি,
গা ভাসিয়ে দিয়েছি,
পূর্ণ করছি নিজেকে,
দীঘির জলে দুলছে
লাল লাল পদ্ম,
তাকিয়ে দেখছি
তোমার হাত ধরে,
এই অপরূপ মেলা
ঝিঁ ঝিঁ রা ডাকছে,
হাওয়ায় ভাসছে,
হিমেল বাতাসে,
চাঁদটা হাসছে,
কোথাও কেউ নেই কেন
তুমি ছাড়া?
শুধু তুমি আর আমি,
আমি আর তুমি,
আহা!
একটু ভুল হয়ে গেল যে,
তুমি তো নেই!
তোমার একটা ছবি।
- মঞ্জুর হোসেন মৃদুল
পূর্নিমা রাত,
জোৎস্না ভরা।
নিঝুম চারিদিক,
মায়ার জালে ঘেরা।
চারদিক উজ্জ্বল
মিষ্টি আলোর হাতছানি,
রানী দীঘির পাড়ে বসে
দেখছি আলো আধাঁরির খেলা।
জোৎস্না স্নান করছি,
গা ভাসিয়ে দিয়েছি,
পূর্ণ করছি নিজেকে,
দীঘির জলে দুলছে
লাল লাল পদ্ম,
তাকিয়ে দেখছি
তোমার হাত ধরে,
এই অপরূপ মেলা
ঝিঁ ঝিঁ রা ডাকছে,
হাওয়ায় ভাসছে,
হিমেল বাতাসে,
চাঁদটা হাসছে,
কোথাও কেউ নেই কেন
তুমি ছাড়া?
শুধু তুমি আর আমি,
আমি আর তুমি,
আহা!
একটু ভুল হয়ে গেল যে,
তুমি তো নেই!
তোমার একটা ছবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৯/২০১৪
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪আধো আলোয় মুখ খানি তার বেশ ভালোই লাগলো। একটু ফিল করলাম। ভালাে লাগলো।
-
পিয়ালী দত্ত ২৩/০৯/২০১৪সুন্দর কবি
-
মনিরুজ্জামান শুভ্র ২৩/০৯/২০১৪মন টা কেমন জানি হয়ে গেল ... অনেক ভাল লাগলো
পূর্নিমা > পূর্ণিমা
আধাঁরির > আঁধারির -
স্বপ্নীল মিহান ২৩/০৯/২০১৪রাতের অন্যরকম একটা কবিতা সুন্দর হইছে।
-
অ ২৩/০৯/২০১৪আসলেই এমনটি অনেকসময়ই হয় প্রিয় মানুষটির স্মৃতিচারণ করতে গেলে কখনো কখনো সে বাস্তবরূপে সামনে এসে দাড়ায় । মনে হয় এইতো সে । তারপর খাঁ খাঁ শূন্যতা.........
কবিতা ভালো হয়েছে ।
ভালোলাগা অনেক।