www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের পূণ্যস্নান

ভালবাসা বিশাল সমূদ্রের ভাসমান কোন দ্বীপ নয়,
যে চাইলেই কেউ দখল নিয়ে নিবে।
সুন্দরবনের হিরন পয়েন্টের চপল চঞ্চল হরিণী নয়,
যে চাইলেই ব্যাঘ্র থাবার শিকারে পরিনত হবে।
অ্যাকোরিয়ামের সোনালি-রূপালি পোষা মাছ নয়,
যে হাত বাড়ালেই ধরে ফেলা যাবে।
সেলুলয়েডের ফিতেয় বন্দী থাকা সিনেমা নয়,
যে লেজার রশ্মি ফেললেই তা থেকে ছবি বের হবে।

আমাদের এ পুরো সংসার থাকে শুন্য হাতের মুঠোয়,
এখানে বিরাজ করে পৃখিবীর অনেক নিষ্ঠুর গল্প
অজানা উন্মত্ত প্রলয়ে তছনছ হওয়া,
প্রেমের বাসরশয্যা যা স্থুল খুবই অল্প।

বিচ্ছেদ বিরহের অসহনীয় জ্বালায়,
ভালবাসার উপখ্যান আগুনে ভস্মীভূত হয়।
যৌবনের বিকশিত বাগান শুকিয়ে যায়,
গন্ধহীন-নিষ্প্রভ সাহারা মরুভুমির ন্যায়।

কিন্তু খাঁটি সত্যসাহসী ও আত্মত্যাগী প্রেমিকেরা,
অদম্য স্পৃহায়, প্রেমের অমরত্বে,
দুর্বার গতিতে এগিয়ে যায়।
সকল দানাবাঁধা কন্টকময় কষ্টের স্তুপ সরিয়ে,
প্রেমের পূণ্যস্নান করে নতুন ভুবন তৈরীর আশায়।

আমার প্রতিটি রক্ত কনায়
বহমান গঙ্গার প্রচন্ড স্রোতের মত
আমাকে ভাসিয়েছে এই উপত্যকায়
একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২১/০৯/২০১৪
    শুরুটা গদ্যের মত লাগলো। মোটের উপর ভালো লেগেছে। ৬/১০।
  • ভালোবাসার প্রচন্ড প্রতিবাদি আবেগ। বেশ ভালো লাগলো।
  • আহমাদ সাজিদ ১৯/০৯/২০১৪
    সুন্দর।
  • মুগ্ধ কবি!
  • অনেক ভাল লাগলো।
  • ১৯/০৯/২০১৪
    খাটি ভালোবাসা একটি অদম্য স্রোত , হাজারটা বাধ দিয়েও তাকে থামানো যায় না ।
    ভালো লাগল ।
 
Quantcast