বেদনা ভরা গীতা
কেন জাগি আমি নিদ্রাহীন রাত্রী,
কেন লিখি প্রতিদিন নানা কাব্য-কথা।
কিভাবে বুঝবে তুমি হে সুন্দরী রূপসী নারী,
মন কোমল তোমার, আর ক্ষীন দেহ-লতা।
সোনার পালঙ্কে থাক তুমি পাশে,
কার সাথে রয়েছ যে শয়ান।
কেন তবু বিরহের বেদনাতে,
প্রতিনিয়ত গেয়ে যাই দুঃখের গান।
মুখে প্রসাধনী, পড়েছো কাজল চোখে,
গলায় তোমার মনিহার দোলে।
আমি যে শুনি শুধু শোকাশ্রু সঙ্গীত,
পাগল সাগরের উন্মাদ কল্লোলে।
অর্ধরাতে ঘুমভেঙ্গে জেগে বলে রূপসী,
তুমি, তুমি কেন কাঁদো এখন বৃথা।
হায় প্রিয়া আমি তব তরে রচি,
অনেক কষ্টের দুঃখ-বেদনা ভরা গীতা।
কেন লিখি প্রতিদিন নানা কাব্য-কথা।
কিভাবে বুঝবে তুমি হে সুন্দরী রূপসী নারী,
মন কোমল তোমার, আর ক্ষীন দেহ-লতা।
সোনার পালঙ্কে থাক তুমি পাশে,
কার সাথে রয়েছ যে শয়ান।
কেন তবু বিরহের বেদনাতে,
প্রতিনিয়ত গেয়ে যাই দুঃখের গান।
মুখে প্রসাধনী, পড়েছো কাজল চোখে,
গলায় তোমার মনিহার দোলে।
আমি যে শুনি শুধু শোকাশ্রু সঙ্গীত,
পাগল সাগরের উন্মাদ কল্লোলে।
অর্ধরাতে ঘুমভেঙ্গে জেগে বলে রূপসী,
তুমি, তুমি কেন কাঁদো এখন বৃথা।
হায় প্রিয়া আমি তব তরে রচি,
অনেক কষ্টের দুঃখ-বেদনা ভরা গীতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪সম্ভব সুন্দর একটি রোমান্টিক কবিতা ভালো লাগলো।
-
মল্লিকা রায় ২০/০৯/২০১৪বাহ্ চমত্কার প্রণয় কবিতা,ভালো লাগল।অনেকবার পড়লাম।
-
কৌশিক আজাদ প্রণয় ২০/০৯/২০১৪প্রশংসনীয় একটি কবিতা, অভিনন্দন কবি। বেদনার আর্তি আর বিষণ্ণতা , শেষে একটা absurdness..সব মিলিয়ে অসাধারণ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২০/০৯/২০১৪কবিতায় যথার্থই বেদনার গীত ফুটে উঠেছে। ভালো।
-
সাইদুর রহমান ১৯/০৯/২০১৪কেমন আছেন এখন, মৃদুল ভাইয়া ?
আর আপনার কবিতা সে
তো বরাবরই অপূর্ব।
শুভ কামনা। -
মনিরুজ্জামান শুভ্র ১৯/০৯/২০১৪বেশ লাগলো ।